একুশ হাতেই মুগ্ধ ইসলামপুর

পঁচিশ বছর পূর্তি থেকেই কালীর একুশ হাত। ১৫ বছর ধরে ইসলামপুরের আমবাগানের কালীপুজো কমিটির পুজো এখন ‘একুশ হাত’ বলেই পরিচিত। এই পুজো ঘিরে মানুষের উদ্দীপনাতেও ছেদ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০২:১৯
Share:

প্রতিমা তৈরি। —নিজস্ব চিত্র

পঁচিশ বছর পূর্তি থেকেই কালীর একুশ হাত। ১৫ বছর ধরে ইসলামপুরের আমবাগানের কালীপুজো কমিটির পুজো এখন ‘একুশ হাত’ বলেই পরিচিত। এই পুজো ঘিরে মানুষের উদ্দীপনাতেও ছেদ নেই।

Advertisement

পুজো উদ্যোক্তাদের দাবি, ৪০ তম বছরে আরও বেশি জাঁকজমক হতে চলেছে এই পুজোয়। পুজোর ১০ দিন আগেই প্রতিমা তৈরির কাজ শুরু হয় সেখানে। ফলে ঠাকুর তৈরির প্রস্তুতি এখন তুঙ্গে। উদ্যোক্তাদের পক্ষ থেকে ইসলামপুরের এক নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের স্বামী সঞ্জয় দত্ত বলেন, ‘‘অনেকেই দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থেকে প্রতিমা তৈরি দেখেন। প্রতি বছরই উপচে পড়ে ভিড়। বিসর্জনের দিন পাম্প বসিয়ে ঠাকুর বিসর্জন করা হয়।’’

উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর ক’দিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। থাকবেন সারেগামাপা-র প্রথম পাঁচের মধ্যে থাকা ঋষি চক্রবর্তীর অনুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement