জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মুর্শিদাবাদকাণ্ডের তদন্তে এ বার রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের প্রতিনিধিদল গঠনের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছোচ্ছে কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বাধীন দলটি। শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল মালদহ জেলায় যাবে প্রতিনিধিদলটি। যে মহিলারা অত্যাচারিত হয়ে মালদহের পারলালপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে কমিশন খবর পেয়েছে, তাঁদের সঙ্গে প্রতিনিধিদলটি কথা বলবে। মালদহের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও তাঁরা কথা বলবেন।
আগামী ১৯ এপ্রিল মুর্শিদাবাদের শমসেরগঞ্জ এবং ধুলিয়ানে প্রতিনিধিদলটি যাবে। অশান্ত এলাকার পরিস্থিতি জাতীয় মহিলা কমিশন সরেজমিনে খতিয়ে দেখতে চায় এবং আক্রান্তদের সঙ্গে প্রতিনিধিরা নিজেরা কথা বলতে চান বলে জানানো হয়েছে। আক্রান্তদের সঙ্গে কথা বলার পরে মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও জাতীয় মহিলা কমিশন কথা বলবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
জাতীয় মহিলা কমিশনের এই প্রতিনিধিদল তথা তদন্ত কমিটিতে দু’জন বাঙালি সদস্যকে রাখা হয়েছে। তাঁদের মধ্যে অর্চনা মজুমদার পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। অন্য বাঙালি সদস্য শিবানী দে ত্রিপুরার। অস্থায়ী আশ্রয় শিবিরে এবং অশান্তির সাক্ষী হওয়া এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে প্রতিনিধিদলটি বিশদে কথা বলতে চায়। তাই ভাষাগত সুবিধার কথা মাথায় রেখে দু’জন বাঙালি সদস্যাকে এই দলের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্য দিকে, জাতীয় মানবাধিকার কমিশনও মুর্শিদাবাদে তদন্তকারী প্রতিনিধিদল পাঠাচ্ছে। মঙ্গলবারই কমিশন সেই দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। চলতি সপ্তাহেই মানবাধিকার কমিশনের দলটিও মুর্শিদাবাদে পৌঁছোতে পারে বলে কমিশন সূত্রের খবর। তার মাঝেই মহিলা কমিশনও মুর্শিদাবাদে তদন্তকারী প্রতিনিধিদল পাঠানোর কথা ঘোষণা করে দিল।