শিলিগুড়িতে মোদী ১৬ই

শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সভাস্থল ঘুরে দেখার ছবিও ফেসবুকে পোস্ট করেছেন কৈলাস। সেখানে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচাতে বাংলা বাঁচাও যাত্রায় মোদীজি ১৬ ডিসেম্বর সভা করবেন। সেই সভাস্থল দেখতে গিয়েছিলাম।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০২:১৯
Share:

শিলিগুড়িতে আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন বলে মঙ্গলবার ফেসবুকে জানিয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সভাস্থল ঘুরে দেখার ছবিও ফেসবুকে পোস্ট করেছেন কৈলাস।

Advertisement

পোস্টে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচাতে বাংলা বাঁচাও যাত্রায় মোদীজি ১৬ ডিসেম্বর সভা করবেন। সেই সভাস্থল দেখতে গিয়েছিলাম।’’ আগামী ৭ ডিসেম্বর কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা শুরু হচ্ছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগে জানিয়েছিলেন, মাস দেড়েকের এই রথযাত্রা-পর্বে প্রধানমন্ত্রী চার বার রাজ্যে আসতে পারেন। মঙ্গলবার অবশ্য দিলীপবাবু বলেন, ‘‘প্রধানমন্ত্রী রথযাত্রা পর্বে তিনটি সভাও করতে পারেন। কবে, কোথায় সভা হবে, তা আজ রাতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement