মহম্মদ কাইফ শেখ। —নিজস্ব চিত্র।
ফ্রিজ কেনার জন্য কিছু দিন ধরেই বাবা-মায়ের সঙ্গে জেদাজেদি চলছিল। সেই দাবি না মেনে নেওয়ায় এক কিশোর কীটনাশক তেল খায় বলে তার পরিবারের দাবি। সোমবার মহম্মদ কাইফ শেখ (১৭) নামে ওই কিশোরের কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয়েছে।
কাইফ নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের সাহাপুর গ্রামের বাসিন্দা। সে লাখুরিয়া উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রের খবর, কাইফের বাবা সহিদুল ইসলাম নিজের জমিতে চাষ করার পাশাপাশি গ্রামের মধ্যে একটি ছোট মুদির দোকান চালান। আর্থিক অনটন থাকায় ছেলের কথা শুনে ফ্রিজ কেনার বিষয়ে সায় দেননি সহিদুল। তিনি জানিয়েছিলেন, এ বছরের পাট বিক্রি হলে ফ্রিজ কিনবেন। কিন্তু কাইফ ধৈর্য ধরতে পারেনি।
পরিবারের দাবি, গত ২২ সেপ্টেম্বর রাগ করে কীটনাশক তেল খায় সে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় পলাশির একটা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রথমে কৃষ্ণনগরের এক বেসরকারি হাসপাতাল ও পরে কলকাতার এক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আট দিন ধরে লড়াই করার পর এ দিন সকালে মৃত্যু হয় কাইফের। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে দাবি।