জ্বরে ভুগছে ফুলিয়ার গ্রাম

জ্বরের আতঙ্কে ভুগছে শান্তিপুরের ফুলিয়া-গৌরাঙ্গপল্লির বাসিন্দারা। কয়েকদিন ধরে ওই এলাকায় জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দারা। এরই মধ্যে কিছুদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে ওই এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০১:২৬
Share:

জ্বরের আতঙ্কে ভুগছে শান্তিপুরের ফুলিয়া-গৌরাঙ্গপল্লির বাসিন্দারা। কয়েকদিন ধরে ওই এলাকায় জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দারা। এরই মধ্যে কিছুদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে ওই এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। এতে এলাকাবাসীর আতঙ্ক বেড়েছে কয়েকগুন। তবে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে জেলার স্বাস্থ্য দফতর। দফতরের কর্তাদের বরাভয়, জ্বরের প্রকোপ দেখা দিলেও আতঙ্কের কোনও কারণ নেই। গ্রামে ম্যেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। সঙ্গে চলছে মশার লার্ভা নিধন অভিযান। এলাকার লোকজনকে সচেতন করার জন্য নানা ভাবে প্রচার চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে সাত জনের রক্তে ডেঙ্গির জীবানু মিলেছে। বাকিদের সাধারণ জ্বর হয়েছে। এছাড়াও দিন দুয়েক আগে এক সপ্তাহের উপরে জ্বরে ভুগছেন এমন ১২ জনের রক্তের নমুনা এলাইজা পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিয় দাস জানিয়েছেন, “দিনকয়েক আগে ওই গ্রামে যে যুবকের মৃত্যু হয়েছে, তাঁর আসলে হেপাটিক ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে গুজোব ছড়াচ্ছে। ফলে এলাকার মানুষ কিছুটা ভয় পেয়েছেন। এই মুহুর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতি পুরোপুরি নিযন্ত্রনে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement