বৃহস্পতিবার ঈশ্বরগুপ্ত সেতুতে। — নিজস্ব চিত্র
অস্থায়ী বন্দোবস্ত করে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে ছোট গাড়ি চলাচল শুরু হল। দিন সতেরো আগে ঈশ্বরগুপ্ত সেতুর সিংহভাগ অংশ ভেঙে যায়। তারপর থেকে হুগলি ও নদিয়ার সংযোগকারী ওই সেতু পুরোপুরি বন্ধ ছিল। আপৎকালীন ভিত্তিতে সেখানে অস্থায়ী সেতু বানানো হয়। বৃহস্পতিবার থেকে তা পুলকার, অ্যাম্বুল্যান্স, ছোট গাড়ি, মোটরবাইক চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে মূল সেতুটি এখনই চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই। পূর্ত দফতরের হুগলির একজিকিউটিভ ইঞ্জিনিয়র সৌগত রায় বলেন, ‘‘মূল সেতুটি চালু হতে আরও তিন-চার মাস লাগবে।’’
লোহার কাঠামোর উপরে ইস্পাতের পাত দিয়ে ওই অস্থায়ী সেতু বানানো হয়েছে। বড় গাড়ি যাতে না যেতে পারে, সে জন্য সেতুর দু’প্রান্তেই লাগানো হয়েছে ‘হাইট বার’।
১৮ ডিসেম্বর ভোরে কল্যাণী এবং মগরার সংযোগকারী গঙ্গার উপরের ওই সেতুতে ফাটল ধরা পড়ে। বিষয় প্রথমে এক ভ্যান চালকের গোচরে আসে। তিনি টোল আদায়কারীদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গেই বন্ধ করে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। বেলা বাড়তেই সেতুর কল্যাণী দিকের একাংশ বসে যায়। বিশেষজ্ঞেরা জানান, যান চলাচল বন্ধ না করা হলে উল্টোডাঙা উড়ালপুলের মতো এটিও ভেঙে পড়তে পারে। তারপর থেকে সেতুর উপর দিয়ে হাঁটাচলাও বন্ধ করে দেওয়া হয়।