পরীক্ষা চলাকালীন স্কুলের ভিতরে শোনা গেল চকোলেট বোমার শব্দ। সোমবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। এ দিন পরীক্ষা চলকালীন বেলডাঙা শরৎপল্লি বালিকা বিদ্যালয়ে ভিতরে আচমকা দু’বার চকোলেট বোমা ফাটার শব্দ শোনা যায়।
ওই ঘটনায় স্কুলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরীক্ষার্থীরা আসন ছেড়ে বাইরে বেড়িয়ে আসে। স্কুলের বাইরে কর্তব্যরত পুলিশকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ‘বোমা’র শব্দে খানিকক্ষণের জন্য পরীক্ষার হলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। পরীক্ষা শেষ স্কুলে ঢুকে দেখা গেল, তখনও আতঙ্কের রেশ পুরোপুরি কাটেনি।
স্কুলের তরফে জানানো হয়েছে, এই স্কুলে হরেকনগর এএম ইন্সটিটিউশন ও রামেশ্বরপুর হাই স্কুলের পড়ুয়াদের আসন পরেছিল। এ দিন দশটা নাগাদ পরীক্ষা শুরু হয়। এ দিন ছিল দর্শন পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্ন হাতে পেয়ে সবে উত্তর লিখতে শুরু করেছে, ঠিক তখনই দোতলার সিঁড়ির নীচে জোরাল শব্দ শোনা যায়। স্কুলের কয়েকজন কর্মী ঘটনাস্থলে গিয়ে দেখেন দড়ি জড়ানো কিছু একটা তখনও জ্বলছে। পরীক্ষা শুরুর দিন থেকেই নকলে বাধা পেয়ে পরীক্ষার্থীদের একাংশ স্কুল কর্তৃপক্ষকে হুমকি দিয়ে আসছিল। অনুমান, ওই পরীক্ষার্থীদের কেউ এই ঘটনা ঘটিয়েছে।