—ফাইল চিত্র।
বরাবর কৃষি আইন বাতিলের দাবি করে আসছিল কংগ্রেস। আজকের সুপ্রিম কোর্টে ধাক্কা খেতেই হল কেন্দ্রকে। মন্তব্য লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর। তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্র সরকার ভেবেছিল কৃষকরা ক্লান্ত হয়ে পড়বেন। হাল ছেড়ে চলে যাবেন। আদালত জানিয়ে দিল এই আইন কৃষক-বিরোধী।’’
সোমবার বিতর্কিত কৃষি আইনে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। তার পরই কেন্দ্রীয় সরকারকে একহাত নেন অধীর। তিনি বলেন, ‘‘জোর করে এই আইন আনা হয়েছিল। কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল। পাশে দাঁড়িয়েছিল কৃষকদের। কৃষক বিরোধী এই আইনের বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবে কংগ্রেস।’’
সুপ্রিম কোর্টের এই নির্দেশে মোদী সরকার ধাক্কা খেল বলেও মত অধীর। তাঁর অভিযোগ, ‘‘জোর করে আইন পাশ করিয়ে নিয়েছে সরকার। কিন্তু আন্দোলন থামাতে পারেনি। বরং লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছেন।’’
কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে গত দেড় মাসেরও বেশি সময় ধরে রাজধানীর উপকণ্ঠে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দফায় দফায় দফায় বৈঠক করে সরকার আইন সংশোধনের প্রস্তাব দিলেও, আইন প্রত্যাহারের দাবি থেকে একচুলও সরেননি তাঁরা। তার মধ্যেই এ দিন আইন স্থগিত রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত।