হাতে-হাত: বহরমপুরে। —নিজস্ব চিত্র
লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু অধীর চৌধুরী ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল। অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়লেন। বহরমপুরের কংগ্রেস সাংসদ মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‘উনি তো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু প্রধানমন্ত্রী হতে হলে তো সাংসদ হিসাবে নির্বাচিত হতে হয়। সাহস থাকলে বহরমপুরে আমার বিরুদ্ধে প্রার্থী হোন না উনি।’’
তবে অধীর চৌধুরীর চ্যালেঞ্জকে কার্যত উড়িয়ে দিয়ে জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অশোক দাস বলে, ‘‘আসলে হেরে যাওয়ার আশঙ্কায় উন্মাদের মতো প্রলাপ বকছেন অধীর।’’ তিনি পালটা দাবি করেন যে, মুখ্যমন্ত্রী নয়, ওঁর একটি ছবির নামের নীচে যে কোনও এক জন তৃণমূল প্রার্থী হলেই অধীরকে হারানো সম্ভব।