মৃত শ্রমিক দীনেন রায়
দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন ৫ থেকে ৬ জন। পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম দীনেশ রায় (৩৫)। বাড়ি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত ফরাক্কা রেল বাজারে।
মৃত দীনেশের দিদি বলেন, ‘‘গত কয়েক বছর ধরে দিল্লিতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করত ভাই-সহ বেশ কয়েকজন শ্রমিক। শুনেছি, শনিবার রাতে জলের ট্যাঙ্ক ও দেওয়াল ভেঙে ভাইয়ের উপরে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওর। আহত হয় বেশ কয়েক জন।’’ পরিবারের সদস্যদের দাবি, রাজ্যে কাজ নেই বলে বছরের পর বছর ধরে দিল্লিতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে যায় মুর্শিদাবাদ জেলার শ্রমিকরা। কিন্তু এই ভাবে দিল্লিতে কাজ করতে গিয়ে যে মৃত্যু হবে সেটা পরিবারের লোকজন কেউ ভাবতেই পারিনি। মৃতদেহ ময়নাতদন্তের পর ফরাক্কায় পাঠানো হবে দিল্লি পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
আরও পড়ুন: মোবাইল সারানোর সময় ব্যাটারি ফেটে জখম যুবক, মারাত্মক ক্ষতিগ্রস্ত চোখ
আরও পড়ুন: প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট, ভয়ে মুখ বন্ধ বহরমপুরবাসীর