নবান্ন ও তার আশপাশে আরও শতাধিক সিসিটিভি বসছে। নজরদারি বাড়িয়ে রাজ্য প্রশাসনের সদর কার্যালয়কে নিরাপত্তায় মুড়ে দিতেই এই ব্যবস্থা।
প্রশাসন সূত্রের খবর, ১৪ তলা বাড়ির ভিতরে ও আশপাশে সকলের গতিবিধির উপর নজর রাখতে এখন পঞ্চাশটির বেশি ক্যামেরা বসানো রয়েছে। নবান্নের প্রতিটি তলায় থাকেন উর্দিধারী ও সাদা পোশাকের পুলিশ। প্রশাসনের এক কর্তা জানান, মহাকরণের তুলনায় কয়েক গুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নবান্নে।
স্বরাষ্ট্র দফতরের এক শীর্ষকর্তা জানান, কেন্দ্রের ‘সেফ সিটি’ প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সম্প্রতি টাকা পেয়েছে রাজ্য সরকার। সেই টাকায় কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলগুলিতে ক্যামেরা বসানো হচ্ছে। পাশাপাশি, হাওড়া শহরেও এই কাজ হচ্ছে।
নবান্নের সব তলাতেই ক্লোজড সার্কিট ক্যামেরা রয়েছে। ভবনের নয় থেকে চোদ্দো তলার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর অফিস, অর্থ দফতর, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের অফিস। এই ছ’টি তলা কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। ভবনের অন্য সব তলায় এ বার বেশি সংখ্যায় ক্যামেরা বসছে। দোতলায় প্রেস কর্নারের সামনে এত দিন দু’টি ক্যামেরা ছিল।