বাঁচানো যাবে না সিপিএমকে: শোভনদেব

এ রাজ্যে মৃতদেহে পরিণত সিপিএম এখন কোরামিনের সাহায্যে বেঁচে উঠতে চাইছে। কিন্তু চিন সোভিয়েত থেকে কোরামিন এনেও সিপিএমকে বাঁচানো যাবে না।

Advertisement
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৯
Share:

বালিসাইতে শোভনদেব

এ রাজ্যে মৃতদেহে পরিণত সিপিএম এখন কোরামিনের সাহায্যে বেঁচে উঠতে চাইছে। কিন্তু চিন সোভিয়েত থেকে কোরামিন এনেও সিপিএমকে বাঁচানো যাবে না। শনিবার রামনগরের বালিসাইতে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম কর্মচারী ইউনিয়নের ২১ তম রাজ্য সম্মেলনে এসে এমনই মন্তব্য করেন রাজ্য বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্য সম্মেলন উপলক্ষে বালিসাই মাঠে আয়োজিত প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শোভনদেব বলেন, “গত ৩৪ বছর রাজ্য সিপিএমের শাসনে অতিষ্ঠ হয়ে মানুষ সিপিএমকে পরিত্যাগ করেছেন। রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে উন্নয়নের জোয়ার আনার পাশাপাশি মহিলাদের জন্য একাধিক পরিকল্পনা নিয়েছেন। ছাত্রীদের জন্য রাজ্যে চালু করা কন্যাশ্রী প্রকল্প এখন শুধুমাত্র রাজ্য বা দেশে নয় সারা বিশ্বেও সমাদৃত হচ্ছে।”জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নিয়ে তাঁর বক্তব্য, ‘‘কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, তখন এ জেলা থেকে যে মানুষটি মমতার হাত ধরে জেলায় তৃণমূল সংগঠন শুরু করেছিলেন তিনি অখিল গিরি। আজও তাঁর নেতৃত্বে যেভাবে এই সমাবেশে সাধারণ মানুষ সমাবেশে হাজির হয়েছেন তাতে প্রমাণ হয় আজও অখিল গিরির প্রতি এ জেলার মানুষের আস্থা রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement