Accident

Accident: ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু, দুর্ঘটনা ঘিরে তুলকালাম কাণ্ড চন্দ্রকোনায়

নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই একটি ট্র্যাক্টর উল্টে যায়। তাতে সুকুমার রায় (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দ্রকোনা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪০
Share:

ভস্মীভূত ট্রাক্টর। নিজস্ব চিত্র

মাটি বোঝাই ট্র্যাক্টর উল্টে এক ব্যক্তির মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ট্র্যাক্টর চাপা পড়ে এক গ্রামবাসীর মৃত্যুর পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই চন্দ্রকোনার বেলাদণ্ডের জামিরা এলাকায় লোকালয়ের মধ্যে কৃষিজমিতে পুকুর খোঁড়া হচ্ছিল। রাতে সেখানকার মাটি ট্র্যাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল গ্রামেরই অন্য এক প্রান্তে। নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই একটি ট্র্যাক্টর উল্টে যায়। তাতে সুকুমার রায় (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়। এর পর ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ট্র্যাক্টর চালক এবং তাঁর সঙ্গীরা সুকুমারের চিকিৎসার ব্যবস্থা না করে চম্পট দেয়। উত্তেজিত জনতা চারটি ট্র্যাক্টর, মাটি খোঁড়ার একটি যন্ত্র এবং একটি বাইকে আগুন লাগিয়ে দেয়। ভস্মীভূত হয়ে যায় গাড়িগুলি।

Advertisement

বৃহস্পতিবার রাতের ওই কাণ্ডের পর শুক্রবার সকাল থেকে থমথমে বেলাদণ্ড গ্রাম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement