শিশু-কিশোর উৎসবে দুই ছাত্রী

রাজ্য শিশু কিশোর উৎসবে এ বারও ডাক পেল মেদিনীপুর শহরের কিশোরী অর্পিতা মিশ্র। গত তিন বছর ধরেই রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় নজরুলগীতি বিভাগে যোগ দিচ্ছে মেদিনীপুর শহরের বিদ্যসাগর বিদ্যাপীঠ (বালিকা)-এর অষ্টম শ্রেণির ছাত্রী অর্পিতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০০:৪০
Share:

জাগরী মুখোপাধ্যায় (বাঁ দিকে) ও অর্পিতা মিশ্র (ডান দিকে)। নিজস্ব চিত্র।

রাজ্য শিশু কিশোর উৎসবে এ বারও ডাক পেল মেদিনীপুর শহরের কিশোরী অর্পিতা মিশ্র। গত তিন বছর ধরেই রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় নজরুলগীতি বিভাগে যোগ দিচ্ছে মেদিনীপুর শহরের বিদ্যসাগর বিদ্যাপীঠ (বালিকা)-এর অষ্টম শ্রেণির ছাত্রী অর্পিতা। আগামী ৫ থেকে ১২ জানুয়ারি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় হবে এই উৎসব।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ শিশু-কিশোর অ্যাকাডেমির উদ্যোগে গত অগস্টে কলকাতার রবীন্দ্র সদনে বিভিন্ন জেলার শিশু-কিশোর শিল্পীদের ‘অডিশন’ নেওয়া হয়। নাচ, গান, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, ম্যাজিকের মতো নানা বিভাগ ছিল সেখানে। সেই অডিশনে উত্তীর্ণ হয়েই নবম রাজ্য শিশু-কিশোর উৎসবে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছে অর্পিতা। ২০১৪ সালে বিষ্ণুপুরে, ২০১৫-তে দক্ষিণ দিনাজপুরে ও ২০১৬-তে রবীন্দ্রসদনে এই উৎসবে যোগ দিয়েছিল সে। অর্পিতা বলে, ‘‘গত তিন বছর ধরে এই শিশু-কিশোর উৎসবে যাচ্ছি। আবারও আমন্ত্রণ দারুণ লাগছে।’’ এ বার উৎসবে নজরুলের ‘অরুণ ক্রান্তি কে গো যোগী ভিখারি’ গানটি শোনাবে সে।

শিশু-কিশোর উৎসবে স্বরচিত কবিতা আবৃত্তির ডাক পেয়েছে খড়্গপুরের ইন্দা বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জাগরী মুখোপাধ্যায়। জাগরীর মা মনিকাদেবী বলেন, ‘‘আগেও বেশ কিছু বইতে মেয়ের কবিতা প্রকাশিত হয়েছে। মেয়ে পুরস্কারও পেয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement