পক্ষে: তমলুকে বিজেপির কালো টাকা বিরোধী দিবস পালন। নিজস্ব চিত্র
সারা রাজ্যের সঙ্গে পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জেলায় নোট বাতিলের বর্ষ পূর্তিতে কালা দিবস পালন করল তৃণমূল। আবার বিজেপির তরফে এ দিন জেলায় জেলায় পালন করা হয় কালোটাকা বিরোধী দিবস।
বুধবার ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের নেতৃত্বে দলীয় কর্মীরা ঘাটাল শহরের ময়রাপুকুর থেকে পাঁশকুড়া বাসস্ট্যান্ড পযর্ন্ত একটি মিছিল করে। পরে কলেজ মোড়ে একটি পথসভাও করে তৃণমূল। একই দাবিতে ক্ষীরপাই শহরেও একটি বড় মিছিল হয়। চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলই, ক্ষীরপাই ও রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান ও নির্মল চৌধুরী, গৌতম ভট্টাচার্য এবং সুজয় পাত্রদের নেতৃত্বে মিছিলটি শেষ হয় হালদারদিঘি মোড়ে।
নোটবাতিলের প্রতিবাদে রাজ্যের শাসক দলের উদ্যোগে ঝাড়গ্রাম জেলাজুড়ে প্রতিবাদ মিছিল বের হয়। মূল কর্মসূচিটি হয় ঝাড়গ্রামের লোধাশুলিতে। তার আগে ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের উদ্যোগে ঝাড়গ্রামের গাডরো থেকে লোধাশুলি পর্যন্ত এক মহামিছিল হয়। লোধাশুলির প্রতিবাদ সভায় ছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন, অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো প্রমুখ। সাঁকরাইল ব্লক তৃণমূলের উদ্যোগে রোহিনী স্ট্যান্ড এলাকায়ও প্রতিবাদ মিছিলের পর একটি প্রতিবাদ সভা হয়।
এ দিন পথে নামেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীও। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের তমলুকের রাধামণি বাজার থেকে হলদিয়া–মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে নিমতৌড়ি বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দুবাবু। আগামী ১৫ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তিনি।
হলদিয়া তৃণমূলের প্রতিবাদ মিছিলে পা মেলান বহু শ্রমিক। সকালে মিছিল হয় ব্রজলালচকে, বিকেলে দুর্গাচকে। মিছিলে হাঁটেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, হলদিয়ার পুরপ্রধান শ্যামল আদক। সন্ধ্যায় সুতাহাটায় সভা করে শাসকদল।
জেলা কংগ্রেসের উদ্যোগেও তমলুক শহরের মানিকতলায় সভা হয়। ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আনোয়ার আলি, কার্যকরী সভাপতি পার্থ বটব্যাল, প্রদেশ সম্পাদক ক্ষিতীন্দ্রমোহন সাহু প্রমুখ। মানিকতলা মোড় থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত হলদিয়া - মেচেদা রাজ্য সড়কে মিছিল করেন কংগ্রেস নেতা-কর্মীরা।
নোট বাতিলের সিদ্ধান্তের সমর্থনে কালো টাকা বিরোধী দিবস কর্মসূচি পালনের জন্য জেলা বিজেপির উদ্যোগে এ দিন তমলুক শহরে মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির তমলুক জেলা সভাপতি মলয় সিংহ, দলের তমলুক শহর সভাপতি মধুসূদন প্রামাণিক প্রমুখ। ঘাটাল শহরেও বিজেপির ঘাটাল কমিটির পক্ষ থেকে মিছিল বের হয়। বিজেপি নেত্রী হাসি হালদার-সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।