টোটো চলাচল নিয়ন্ত্রণে অস্থায়ী লাইসেন্স পুরসভার

জেলা সদর তমলুক শহরে টোটো চলাচল নিয়ন্ত্রণের জন্য শর্ত সাপেক্ষে চালকদের অস্থায়ী লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করল পুরসভা। পুরসভার দেওয়া শর্ত অনুযায়ী, চালকদের অবশ্যই শহরের বাসিন্দা হতে হবে, আর টোটো চালককে ওই গাড়ির মালিক হতে হবে।

Advertisement

আনন্দ মণ্ডল

তমলুক শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ০০:০৯
Share:

মিলছে নম্বর প্লেট। নিজস্ব চিত্র।

জেলা সদর তমলুক শহরে টোটো চলাচল নিয়ন্ত্রণের জন্য শর্ত সাপেক্ষে চালকদের অস্থায়ী লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করল পুরসভা।

Advertisement

পুরসভার দেওয়া শর্ত অনুযায়ী, চালকদের অবশ্যই শহরের বাসিন্দা হতে হবে, আর টোটো চালককে ওই গাড়ির মালিক হতে হবে। শর্ত পূরণ হলে টোটোর ক্রমিক নম্বর দেওয়া হবে। পুরসভার শর্ত অনুযায়ী লাইসেন্স পাওয়ার জন্য শহরের অনেক টোটো চালক পুরসভার সময়সীমা মেনে গত ১৫ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট নথিপত্র সহ আবেদন পত্র জমা দিয়েছিলেন। সেই নিথ খতিয়ে দেখার পরই পুরসভা টোটো গাড়ির অস্থায়ী লাইসেন্স দেওয়া শুরু করেছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের রাস্তায় টোটো চলাচল শুরু হয়েছিল বছর আড়াই আগে। কিন্তু দিনে দিনে টোটোর সংখ্যা বাড়ার ফলে রাস্তায় পাল্লা দিয়ে বেড়েছে যানজট। এ নিয়ে এলাকার বাসিন্দাদের ক্ষোভও পারদ চড়ছিল। শহরের রাস্তায় যানজট দূর করতে টোটো চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা করে পুরসভা এবং জেলা প্রশাসন। পুরসভার শর্ত মেনে মোট ৬৫১ জন আবেদন পত্র নিয়েছিলেন। সেই আবেদনপত্র খতিয়ে দেখে পুরসভার ধার্য ৩৫০ টাকা জমা নিয়ে অস্থায়ী লাইসেন্স হিসেবে নির্দিষ্ট ক্রমিক নম্বরের প্লেট দেওয়া হচ্ছে।

Advertisement

প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী লাইসেন্স দেওয়া হচ্ছে। ৩০০ জনকে টোটোর এই অস্থায়ী লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুরসভার অফিসে অস্থায়ী লাইসেন্স নিতে আসা টোটোচালক প্রণয় দাস, সুনীল কালি বলেন, ‘‘শহরের বাইরে থেকে অনেকে এখানে টোটো চালাচ্ছিল। ফলে যানজটের পাশাপাশি আমাদের যাত্রীও কমছিল। পুরসভার এই সিদ্ধান্তের ফলে সব দিক থেকেই সুবিধা হবে।’’ শহরের বাসিন্দা প্রদীপ্ত খাটুয়ার আবার দাবি, ‘‘ টোটোর সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ভাড়া নির্দিষ্ট করতে হবে। আর শহরের রাস্তাগুলি সম্প্রসারণের জন্য পুরসভাকে উদ্যোগী হতে হবে।’’

তমলুকের পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন বলেন, ‘‘শর্ত সাপেক্ষে টোটো চালকদের অস্থায়ী লাইসেন্স দেওয়া হয়েছে। টোটো চলাচলের জন্য নির্দিষ্ট রুট করা হয়েছে। ফলে শহরের রাস্তায় টোটোগাড়ির সংখ্যা ও যানজট নিয়ন্ত্রণে আসবে বলেই আশা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement