রেলশহরে গাছ পুঁতবে বনদফতর

সবুজ কমছে। বাড়ছে দুষণ। এ বার বনমহোৎসবে তাই খড়্গপুর শহরে গাছ লাগানোর সিদ্ধান্ত নিল বন দফতর। এত দিন খড়্গপুর পুরসভার উদ্যোগে শহরে সবুজায়নে কোনও উদ্যোগ দেখা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০১:০৭
Share:

সবুজ কমছে। বাড়ছে দুষণ। এ বার বনমহোৎসবে তাই খড়্গপুর শহরে গাছ লাগানোর সিদ্ধান্ত নিল বন দফতর।

Advertisement

এত দিন খড়্গপুর পুরসভার উদ্যোগে শহরে সবুজায়নে কোনও উদ্যোগ দেখা যায়নি। তবে বন দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে গাছ লাগানো নিয়ে পুরসভার সঙ্গে বৈঠক করেছেন বনকর্তারা। ঠিক হয়েছে, আগামী ১৪-২০ জুলাই বনমহোৎসব সপ্তাহকে সামনে রেখে পুর-এলাকায় চারাগাছ লাগানো হবে। ৩৫টি ওয়ার্ডের প্রত্যেকটিতে পাঁচশো চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দিনে গড়ে ৫টি করে ওয়ার্ডে ওই চারাগাছ লাগানো হবে। গাছগুলিকে পরিচর্যার ভার পুরসভাকে দেওয়া হয়েছে। এমনকী সেই গাছগুলির অবস্থা জানতে বন দফতরের পক্ষ থেকেও মাঝেমধ্যে পরিদর্শন করা হবে। শনিবার খড়্গপুর বন বিভাগের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে ডিএফও অঞ্জন গুহ বলেন, “আমরা এতদিন বনাঞ্চলে এই বনমহোৎসব সপ্তাহ পালন করতাম। পদযাত্রা, চারা বিলি, বৃক্ষরোপণ হত। এ বার এই ধারা থেকে কিছুটা বেরোতে চাইছি। শহরে সবুজের অভাব বুঝে পুরসভার সঙ্গে কথা বলে চারাগাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা খড়্গপুর বন বিভাগের উদ্যোগ।’’

১৪ জুলাই রাজারহাটে এ বারের বনমহোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘একটি গাছ একটি প্রাণ, রক্ষা করুন অরণ্যের অবদান’— এই স্লোগানে এক সপ্তাহ ব্যাপী সবুজায়ন চলবে। পশ্চিম মেদিনীপুরে মোট ৮ লক্ষ চারাগাছ বিলি করা হবে। তার মধ্যে খড়্গপুর বনবিভাগ প্রায় আড়াই লক্ষ চারাগাছ লাগাবে ও বিলি করবে।

Advertisement

খড়্গপুর বন-বিভাগের তরফে ‘বনানী’ নামে নতুন প্রকল্পও নেওয়া হয়েছে। এই প্রকল্পে সদ্যোজাত শিশুকন্যাকে খড়্গপুর মহকুমা হাসপাতালের মাধ্যমে একটি চারাগাছ দেওয়া হবে। শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছও বাড়বে। হাসপাতালের কাছ থেকে শিশুর রেকর্ড নিজেদের কাছে রাখবে বনবিভাগ। পাঁচ বছর পরে ওই শিশুর বাড়িতে গিয়ে গাছটি পরিদর্শন করা হবে। গাছটি সঠিকভাবে লালন-পালন হয়ে থাকলে শিশুকে পুরস্কৃত করা হবে বলে জানান বনকর্তারা। হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “বন দফতর প্রতি সপ্তাহে ৫০টি করে চারাগাছ দেবে। সেগুলি শিশুকন্যা ছাড়াও অন্য শিশুদের দিতে বলা হয়েছে। আমাদের হাসপাতালে মাসে প্রায় ২০০টি শিশু জন্ম নেয়। আশা করছি সকলকে চারাগাছ দিতে পারব। আমরা এই চারাগাছের গুরুত্ব ওঁদের বাবা-মাকে বোঝাব।’’ খড়্গপুর বন বিভাগের আওতাধীন ঘাটাল সংশোধনাগারের বন্দিদের দিয়েও চারাগাছ লাগানো হবে। ডেবরার একটি অনাথ আশ্রমের ৫০জন শিশু-কিশোরকে দিয়ে প্রেমবাজার ইকো-পার্কে হবে বৃক্ষরোপণ অনুষ্ঠান।

দুর্ঘটনা। নদীতে সিমেন্টের খুঁটিতে ধাক্কা খেয়ে ডুবে গেল বালি বোঝাই নৌকা। শুক্রবার বিকেলে কোলাঘাটের কাঠচড়া ময়দানের কাছে রূপনারায়ণ নদের এই দুর্ঘটনায় জখম হয়েছেন চার মাঝি। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement