গ্রামীণ মহিলাদের মাছ চাষের প্রশিক্ষণ দিতে এই প্রথম রাজ্যে খুলল মৎস্য খামার বিদ্যালয়। মৎস্য দফতরের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। হলদিয়া-সুতাহাটা ব্লকে দেড় মাস ব্যাপী এই প্রশিক্ষণ শিবির চলবে। আগামী ১৯ অগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মহিলাদের প্রশিক্ষণ দেবেন মৎস্য দফতরের আধিকারিককেরা। প্রতি শুক্রবার এই প্রশিক্ষণ দেওয়া চলছে। জানা গিয়েছে, নারীর আর্থ সামাজিক উন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য দফতর। মাছ ও মাছজাত দ্রব্য নিয়ে ছয় ধরণের বিষয়ভিত্তিক পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গ্রামীণ মহিলাদের। প্রতিটি ব্লকের ২৫ জন মহিলাকে নিয়ে এই মাছ চাষ প্রশিক্ষণ করা হচ্ছে।
ছয়টি বিষয়-ভিত্তিক পেশাগত প্রশিক্ষণগুলি হল, কম সময়ে অধিক উৎপাদনভিত্তিক মাছ চাষ পদ্ধতি, রঙিন মাছের পালন এবং প্রজনন পদ্ধতি, বাহারি মাছ সহ অ্যাকুরিয়াম তৈরি করা ও ব্যবস্থাপনা পদ্ধতি, ব্যবসাভিত্তিক স্বল্প ব্যয় করে মাছ থেকে প্রক্রিয়াকৃত খাবার উৎপাদন পদ্ধতি প্রমুখ। হলদিয়া ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন সাহু জানান, প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাছের বীজ দিয়ে সাহায্য করা হবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সাহায্য করা এবং ভর্তুকি দেওয়া হবে। এ ছাড়া মাছের আচার, চিংড়ি মাছের আচার এবং মাছের থেকে তৈরি পাঁপড় উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।