COVID19

Covid 19: চিকিৎসক, নার্সরা কোভিডে আক্রান্ত, তিন ওয়ার্ড বন্ধ হল মেদিনীপুর মেডিক্যালে

হাসপাতাল সূত্রে খবর, কোল্ড ওয়ার্ডের রোগীদের নিয়ে যাওয়া হয়েছে মেল এবং ফিমেল মেডিসিন ওয়ার্ডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৮:২৯
Share:

—নিজস্ব চিত্র।

করোনার প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায়। হাসপাতালের চিকিৎসক, নার্স-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কোভিডে আক্রান্ত হওয়ায় বন্ধ করে দিতে হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ড।

Advertisement

ওই হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী মিলিয়ে প্রায় ১০০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে হাসপাতালে কর্মী সংখ্যা কমে গিয়েছে। সেই কারণেই তিনটি ওয়ার্ড সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে খবর, কোল্ড ওয়ার্ডের রোগীদের নিয়ে যাওয়া হয়েছে মেল এবং ফিমেল মেডিসিন ওয়ার্ডে। অন্য দিকে, ইএনটি ওয়ার্ডের রোগীদের নিয়ে যাওয়া হয়েছে আই ওয়ার্ডে।

Advertisement

হাসপাতালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, ‘‘যে সব ওয়ার্ডগুলিতে রোগী কম থাকে, সেই সব ওয়ার্ডগুলিকে আপাতত বন্ধ রেখে অন্য ওয়ার্ডেরোগীদের নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি দেখে প্রয়োজন মতো আবার সেগুলি চালু করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement