তোলাবাজি নিয়ে ইতিমধ্যেই দলের নেতা-কর্মীদের বার বার সতর্ক করেছেন। বুধবার পূর্ব মেদিনীপুরের দিঘায় জেলার প্রশাসনিক বৈঠকেও ফের সেই সতর্ক বার্তা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।
দিঘায় রাস্তা দখল করে হকার বসার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘টাকা খেয়ে কেউ যদি দিঘার রাস্তায় হকার বসায় তাঁকে রেয়াত করা হবে না।’’ দিঘা হোটেল মালিক সংগঠনের নেতা তথা তাঁরই দলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাসকে সতর্ক করে তিনি বলেন, ‘‘পর্যটকদের অসুবিধা হয় এমন কোনও কাজ করা যাবে না। আমি যেন না শুনি। প্রয়োজনে হকার্স কর্নার করে দোকানিদের পুনর্বাসন দিতে হবে। কিন্তু টাকা খেয়ে রাস্তার পাশে বসালে ফল ভাল হবে না।’’
দিঘায় পর পর কয়েকটি ঘটনায় সমুদ্রে তলিয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী এ দিন পুলিশ-প্রশাসনকে সজাগ করেছেন। তিনি জানান, রাতের অন্ধকারেও যে লোকজন সমুদ্রে নেমে পড়ছেন, তা তিনি নিজের চোখে দেখেছেন।’’ তাঁর কথায়, ‘‘আমি দেখলাম রাতে এক জন সমুদ্রে গলাজল পর্যন্ত নেমে যাচ্ছে।’’
পুলিশকে এ ব্যাপারে সজাগ থাকতে বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার উপকূল থানাগুলিতে আরও বেশি পুলিশ দেবে। নুলিয়ার সংখ্যা বাড়াতে হবে। অনেক দূর পর্যন্ত নজর রাখতে ওয়াচ টাওয়ার তৈরি করতে হবে। সাইরেন লাগাতে হবে যাতে সমুদ্রে জোয়ার এলে মানুষকে আগে থেকে সাবধান করা যায়।