Digha

গভীর রাতে থানার সামনে দাঁড় করানো গাড়িতে আগুন, তদন্তে পুলিশ

২৬ সিটের গাড়িটি থানার সামনে পার্ক করে চলে গিয়েছিলেন পর্যটকরা। গভীর রাতে গাড়িটিতে আগুন লাগলেও ওই সময় গাড়ি চালক বা পর্যটকরা কেউই ঘটনাস্থলে ছিলেন না। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৪:৫৯
Share:

দিঘায় থানার সামনে গাড়িতে আগুন। নিজস্ব চিত্র।

শনিবার রাত ২টো নাগাদ দিঘা থানার সামনে দাঁড়িয়ে থাকা পর্যটকদের একটি গাড়ি্তে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

Advertisement

গভীর রাতে দিঘা থানার অদূরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল পর্যটকদের গাড়িটি। আচমকাই তাতে আগুন দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। রামনগর থেকে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তবে ততক্ষণে গাড়ির বেশির ভাগ অংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে গাড়িটিতে।

পুলিশ সূত্রে জানা গেয়েছে, ২৬ সিটের গাড়িটি থানার সামনে পার্ক করে চলে গিয়েছিলেন পর্যটকরা। গভীর রাতে গাড়িটিতে আগুন লাগলেও ওই সময় গাড়ি চালক বা পর্যটকরা কেউই ঘটনাস্থলে ছিলেন না। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

দিঘা মোহনা থানা সূত্রে জানা গেছে, গাড়িটি বিরাটি থেকে এসেছিল। ওই এলাকা থেকেই একদল পর্যটক শনিবার দিঘায় বেড়াতে আসেন। রাতে তাঁরা হোটেলে ছিলেন। চালক দিঘা থানার সামনে গাড়ি রেখে হোটেলে ঘুমতে চলে যান। তাঁরা রবিবার সকালে দুর্ঘটনার কথা জানতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement