কবি প্রণাম... মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ের অনুষ্ঠানে। ছবি: সৌমেশ্বর মণ্ডল
দুই শহরই জন্মদিনে প্রণাম জানান তাদের প্রিয় কবিকে। নাচ-গান-আবৃত্তি ছাড়াও কবিগুরুর সাজে হল চকোলেট বিলি।
মেদিনীপুর শহরের রবীন্দ্রনিলয়ে সন্ধে পর্যন্ত অনুষ্ঠান হয় রবিবার। বিশিষ্ট শিল্পী থেকে খুদে শিল্পী, সকলেই যোগ দেন। রবীন্দ্র নিলয়ের সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা জানান, নাচ-গান-আবৃত্তিতে সাজানো ছিল সেই কবিপ্রণাম। শহরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরাও। কংগ্রেস ভবনে থেকে মেদিনীপুর কলেজে, সর্বত্র ছিল রবি-প্রণামের আয়োজন। প্রাক্তন গোলকিপার সুজিত পিরি আবার এ দিন রবীন্দ্রনাথ সেজে মোটরবাইক নিয়ে ঘুরে বেরিয়েছেন শহরে। পঞ্চুরচকে থাকা রবীন্দ্রমূর্তির সামনে দাঁড়িয়ে কবিপ্রণাম সেরেছেন। তারপর পথচারীদের মানুষকে চকোলেট খাওয়ানোর ফাঁকে বলেছেন, “বিশ্বকবির জন্মদিন তো। তাই সকলকে চকোলেট খাওয়ালাম।”১৫৬তম রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে মেদিনীপুরের রয়্যাল অ্যাকাডেমি বিদ্যালয়ে। পড়ুয়ারা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সত্যব্রত দোলই, প্রতিষ্ঠাতা রজনীকান্ত দোলই।
খড়্গপুর শহরেও দিনভর হয়েছে নানা অনুষ্ঠান। ভোর পাঁচটায় ‘স্বরাবৃত্তি’র খড়্গপুর শাখা প্রভাতফেরির বের করে। সুভাষপল্লি উরুগুয়ে ক্লাব থেকে শুরু হয়ে পদ্মপুকুর, পাঁচেরপল্লি হয়ে কালীমন্দিরে শেষ হয় শোভাযাত্রা। রবীন্দ্রনাথের কবিতা, গল্প ও গানের উপরে চারটি ভিন্ন স্বাদের সৃজন তুলে ধরা হয়। এ দিন প্রভাতফেরিতে সামিল কচিকাঁচারা ‘সহজপাঠে’র নানা গদ্য-পদ্য অভিনয় আকারে তুলে ধরে। সংস্থার কলাকুশলীরা পরিবেশন করেন সাম্প্রদায়িকতা বিরোধী নাটক ‘রথের রশি’। তবে ‘কাবুলিওয়ালা’ ও নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের জীবনী অভিনয়ে ফুটিয়ে তোলার প্রয়াস বিশেষ সমাদৃত হয়। শেষে পরিবেশিত হয় ‘দেশপ্রেমিক রবীন্দ্রনাথ’ শীর্ষক আলেখ্য। স্বরাবৃত্তির শিক্ষিকা লীনা গোপ বলেন, “প্রতি বছর আমরা নতুন কিছুর চেষ্টা করি।”
ইন্দার বাচিক শিল্পী শিবানী দত্ত রায়ের উদ্যোগেও এ দিন বেরিয়েছিল প্রভাতফেরি। বেদগানে সাজানো শোভাযাত্রা ইন্দার সারদাপল্লি থেকে শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সত্যেন্দ্রনাথ মিশ্র। ইন্দার সাংস্কৃতিক সংস্থা ‘অনুরণনে’র ১৬তম বর্ষের ‘কবিপ্রণাম’ হয়েছে এ দিন। ট্রাফিকের আলকাপ মহলাকক্ষে সংস্থার শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা গান-আবৃত্তি পরিবেশন করেন। খড়্গপুরের ননীগোপাল সঙ্গীত মহাবিদ্যালয় ও জনহিত ক্লাবের উদ্যোগে ভবানীপুরে দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদ্যাপিত হয়েছে।
এ দিন বেলদা শহরেও রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছে। গড়বেতার দলদলিতে দিশা ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা নাচে-গানে পালন করেছে দিনটি।