তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল।
দিনভর তল্লাশি অভিযান শেষে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে শনিবার দীর্ঘ ১১ ঘণ্টা ধরে তাপসের উত্তর ২৪ পরগনার বারাসতের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। ইডির অভিযানের পর তাপসের ছেলে বিজেশ মণ্ডল জানান, ২০ অক্টোবর অর্থাৎ আগামী সপ্তাহে বৃহস্পতিবার তাঁর বাবাকে ইডি দফতরে তলব করা হয়েছে। তাপস ইডি আধিকারিকদের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। হানা দেওয়া হয় কামাখ্যা বালক আশ্রমের কাছে তাপসের বাড়িতেও। যদিও সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। বিজেশ জানান, তাপস হরিদ্বারে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতেই বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাপসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে যাবতীয় কাগজপত্রও খতিয়ে দেখেন তাঁরা। তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন, সব নথিই নিয়েছে ইডি আধিকারিকেরা। বিজেশ বলেন, ‘‘আমার ও বাবার একটি মোবাইলও নিয়ে গিয়েছে ইডি। বাবার সঙ্গে ফোনে কথাও বলেছেন তদন্তকারীরা।’’
বিজেশই জানান, তাপসকে ২০ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে ইডি দফতরে। তাঁর বাবাও আধিকারিকদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সব রকম সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন তদন্তকারীদের।