—ফাইল চিত্র।
বারবার বিমল গুরুংয়ের অডিয়ো এবং ভিডিয়ো বার্তা নিয়ে পাহাড়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দার্জিলিং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার পরে একাধিকবার অডিয়ো ও ভিডিয়ো বার্তা দিয়েছেন বিমল। সোমবার একটি ভিডিয়ো বার্তা মোবাইলে চালাচালি হয়েছে। মঙ্গলবারও মেলে একটি অডিয়ো বার্তা। এর আগে আরও একটি অডিয়ো মাধ্যমে বিমল বক্তব্য পৌঁছে দিয়েছেন। সেসবে বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা জিএনএলএফের মুখপাত্র নীরজ জিম্বাকে জয়ী করতে কখনও সরাসরি বা কখনও নানা প্রসঙ্গ তুলে বার্তা দিয়েছেন বিমল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাহাড়ে এখন বিনয় তামাংয়ের ডাকে জনসভার মাঠ ভরছে। অন্যদিকে বিমলের ডাকেও লোক আসছে বলে মনে করছে বিজেপি। নীরজকে জেতাতে সেটাই কাজে লাগাতে চায় বিজেপি। এর আগে ওই আসনে অমর সিংহ রাই জিতেছিলেন গোর্খা জনমুক্তির মোর্চার প্রার্থী হয়ে। সেই মোর্চা এখন বিভক্ত বিমলপন্থী এবং বিনয়পন্থীদের মধ্যে। বিমলপন্থীরা বিজেপির পক্ষে এবং বিনয়গোষ্ঠী তৃণমূলের সঙ্গে রয়েছে।
বিজেপির টিকিটে যিনি দার্জিলিং বিধানসভা আসনে উপনির্বাচনে লড়েছেন তিনি জিএনএলএফ-এর মুখপাত্র। ফলে এখন পাহাড়ে বিমলকে ছেড়ে বিজেপি নেতৃত্ব জিএনএলএফ–কে বেশি গুরুত্ব দিচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে বিমল চুপ থাকলে ভোটে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিজেপি এবং বিমলপন্থী মোর্চার একটি সূত্র। সেরকম হলে বিমলপন্থীদের একাংশের ভোট নীরজের দিকে নাও যেতে পারে বলে মনে করছেন তাঁরা। সেটা যাতে না হয় তাই বিমল বারবার ভিডিয়ো এবং অডিয়ো বার্তা দিয়ে নীরজের পক্ষে ভোট করাতে সক্রিয় হয়েছেন।
আবার অনেকে মনে করছেন নীরজ যদি জয়ী হন, সেক্ষেত্রে সেই জয়ের পিছনে তাঁর ভূমিকা রয়েছে প্রমাণ করতেই বারবার অডিয়ো ও ভিডিয়ো বার্তা দিচ্ছেন বিমল। বিমলপন্থী মোর্চার কার্যকরী সভাপতি লোপসান লামা বলেন, ‘‘আমাদের সভাপতি বিমল গুরুং যা যা বলেছেন সবটাই সত্য। পাহাড়ের মানুষ বিনয় তামাংদের ভোটে পরাস্ত করে উপযুক্ত জবাব দেবে।’’ নীরজ নিজেও বলেন, ‘‘পাহাড়ে যা বাস্তব পরিস্থিতি তাই বিমল গুরুং তুলে ধরেছেন।’’
পাহাড়ে বিনয় তামাং এবং তৃণমূল মিলিত ভাবে পুলিশি নির্যাতন চালাতে চাইছে বলেও অভিযোগ তুলেছেন বিমল। এ দিনের অডিয়োয় তিনি দাবি করেন, পাহাড়ের ভোটে টাকার খেলা চলছে। কার্শিয়াং ও কালিম্পং থেকে লোক এনে বিনয়গোষ্ঠী ও তৃণমূল ভোট করানোর চেষ্টা করছে বলে সতর্ক থাকতে বলেছেন। তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী তথা মোর্চা নেতা বিনয় পাল্টা বলেন, ‘‘কে কোথায় লুকিয়ে কী বলছে তাতে কিছু এসে যায় না। পাহাড়ের মানুষ বিমল গুরুংকে আর বিশ্বাস করে না। বিজেপির সাহায্য নিয়ে বিমল পাহাড়কে অশান্ত করার চক্রান্ত করছে।’’