বড়বাজারে বহুতলে আগুন লাগে একটি জুটমিলের অফিসে। ঘটনাটি ঘটে শনিবার বেলায় বড়়বাজার থানা এলাকার ১০ নম্বর ক্লাইভ রোতে।। আগুন লেগে দীর্ঘ ক্ষণ ভিতরে আটকে পড়েন দুই প্রৌঢ়। তবে আগুনে কেউ হতাহতও হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাততলা একটি বাড়ির দোতলায় আছে একটি জুটমিলের অফিস। পুলিশ জানায়, ব্রজদুলাল দাস ও নিরুত্তম পাল নামে দুই প্রৌঢ় অফিসের খোলা দরজার পাশ থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে বাইরে বেরিয়ে আসেন। তাঁরা দেখেন, সিঁড়ির গা বেয়ে সরু-মোটা বিদ্যুতের কেব্লের জট থেকে মাঝেমধ্যেই আগুনের ফুলকি বেরোচ্ছে। পোড়া গন্ধও পান তাঁরা। আগুন লেগেছে বুঝতে পেরে, তাঁরা অফিসের অন্য কর্মীদের খবর দেন। এমনকী, উপরের বিভিন্ন তলাতে গিয়েও চিৎকার করে অন্য অফিসের লোকজনদের আগুন লাগার খবর দেন। মিনিট পনেরোর মধ্যে ওই বহুতল থেকে নেমে আসেন বিভিন্ন প্রতিষ্ঠানের জনা চল্লিশেক লোক। কিন্তু দেখা যায়, অফিসের দরজা দিয়ে বেরনো গেলেও ঝরে পড়া ওই জ্বলন্ত প্লাস্টিক পেরিয়ে নীচে নামতে পারছেন না দুই প্রৌঢ়। প্রাণের ভয়ে চিৎকার জুড়ে দেন তাঁরা।
পুলিশ জানায়, ক্লাইভ রো-তে তত ক্ষণে লোকজন জমে গিয়েছে। কেউ জলের বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কেউ খোঁজ নিচ্ছেন ওই দুই প্রৌঢ়ের। তাঁদের দেখতে না পেয়ে তাঁদের নাম ধরে ডাকতে থাকেন কেউ কেউ। তারই মধ্যে হঠাৎই শোনা যায়, ব্রজদুলালবাবুর চিৎকার।
পুলিশ ও দমকল মিনিট পনেরোর মধ্যে পৌঁছে যায় সেখানে। বেশ কিছু ক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার পরে পুলিশ ও দমকলের কর্মীরাই নীচে নামিয়ে আনেন ব্রজদুলালবাবুদের। দমকলের এক অফিসার এ দিন রাতে জানান, কী কারণে আগুন লাগল, তা নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না। প্রাথমিক ভাবে দমকলের সন্দেহ, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।