কলকাতা মেট্রো

পুরনো ভেঙে নতুন রেক

নতুন বাতানুকূল রেক না আসা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখতে পড়ে থাকা ৭টি রেককে ভেঙে মোট তিনটি নতুন রেক তৈরি করছে মেট্রো। মেট্রো সূত্রে খবর, এই কাজ করছে রেলের কামরা তৈরি করার সংস্থা আগরপাড়ার টেক্সম্যাকো। মেট্রো সূত্রে খবর, ২০১৬ ও ২০১৭ সালে মোট ৮টি নতুন বাতানুকূল রেক পাবে মেট্রো। এর মধ্যে ২টি রেক পেরাম্বুর এবং ৬টি রেক আসবে চিন থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০১:৩২
Share:

নতুন বাতানুকূল রেক না আসা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখতে পড়ে থাকা ৭টি রেককে ভেঙে মোট তিনটি নতুন রেক তৈরি করছে মেট্রো। মেট্রো সূত্রে খবর, এই কাজ করছে রেলের কামরা তৈরি করার সংস্থা আগরপাড়ার টেক্সম্যাকো।

Advertisement

মেট্রো সূত্রে খবর, ২০১৬ ও ২০১৭ সালে মোট ৮টি নতুন বাতানুকূল রেক পাবে মেট্রো। এর মধ্যে ২টি রেক পেরাম্বুর এবং ৬টি রেক আসবে চিন থেকে। যে রেকগুলি দিয়ে এখন মেট্রো পরিষেবা চালানো হচ্ছে সেগুলির মধ্যে কোনও একটি বিকল হলে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই হাতে অতিরিক্ত রেক রাখার জন্য আয়ু শেষ হয়ে যাওয়া রেকগুলিকে বাছাই করে তার খোলনলচে পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রোর জনসংযোগ দফতর সূত্রে খবর, ভেল-এর তৈরি পুরনো ৭টি রেক থেকে ভালো কামরাগুলি বেছে মোট ২৫টি নতুন কামরা হবে। তা দিয়ে তৈরি হবে তিনটি নতুন রেক। ওই রেকগুলি দিয়ে বেশ কিছু দিন পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে মেট্রোর দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement