বেপরোয়া বাসের ধাক্কায় শুক্রবার মৃত্যু হল দু’জনের। পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে স্ট্র্যান্ড রোড ও ক্লাইভ ঘাট রোডের মোড়ে। রাস্তা পেরোনোর সময়ে এক মহিলাকে ধাক্কা মারে যাদবপুর-হাওড়া রুটের একটি সরকারি বাস। ছিটকে পড়লে তাঁর উপর দিয়ে বাস চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় ওই মহিলার। উত্তেজিত জনতা ক্যানিং স্ট্রিটের মোড়ে ধরে ফেলে বাসটিকে। চালককে নামিয়ে চলে গণপ্রহার। বাস ভাঙচুর হয়। পুলিশ চালককে গ্রেফতার করে পরিস্থিতি সামলায়। দুর্ঘটনার পরে রাস্তা খারাপের অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। এ দিনই সন্ধ্যায় রানি রাসমনি অ্যাভিনিউ-এ রাস্তা পেরোতে গিয়ে মৃত্যু হয় প্রবীরকুমার বসু (৫০) নামে এক ব্যক্তির। এসএসকেএম-এ তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। ধরা পড়েছেন চালকও।
অন্য দিকে, এ দিনই তিনটি পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন দু’জন পুরুষ এবং এক জন মহিলা। পুলিশ সূত্রে খবর, দুপুরে হেস্টিংস থানা এলাকার খিদিরপুর বাপু গেটের সামনে গাড়ির ধাক্কায় আহত হন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। বাবুঘাটের সামনে বাসের ধাক্কায় এক যুবক আহত হন। বিকেলে একবালপুরে খিদিরপুর বডিগার্ড লাইন্সের কাছে গা়ড়ির ধাক্কায় আহত হন এক যুবক।