বন্ধুর মোবাইল, ল্যাপটপ-সহ একাধিক সামগ্রী চুরির অভিযোগে বৃহস্পতিবার সল্টলেকের বৈশাখী আবাসন এলাকা থেকে একটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রমনকুমার সিংহ (২০)। শুক্রবার ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজত হয়েছে।
পুলিশ জানায়, অক্টোবরে সঞ্জয়কুমার পণ্ডা নামে এক তথ্যপ্রযুক্তি কর্মী সল্টলেকের পূর্ব থানায় চুরির অভিযোগ জানান। সেপ্টেম্বরে সিএল ব্লকের ভাড়া বাড়ির আলমারি থেকে মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা চুরি যায়।
পুলিশ প্রথমেই ওই বাড়ির বর্তমান ও প্রাক্তন ভাড়াটেদের তালিকা তৈরি করে। প্রাথমিক ভাবে এক ব্যক্তির উপরে পুলিশের সন্দেহ হলেও যথেষ্ট তথ্যপ্রমাণ মেলেনি। তখন মোবাইলের টাওয়ার লোকেশন দেখে পুলিশ জানতে পারে, চুরি সময়ে ঘরে ছিলেন রমন।
পুলিশ আরও জেনেছে, রমন সি এল ব্লকের ওই বাড়িতে আগে কিছু দিনের জন্য ভাড়া থাকতেন। পরে নয়াপট্টিতে ভাড়া চলে যান। কিন্তু সি এল ব্লকের ওই বাড়িতে তার বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল রমনের। সেই সূত্রেই তিনি জানতেন সঞ্জয়ের আলমারির চাবি তোষকের তলায় রাখা থাকত। সঞ্জয়ের অনুপস্থিতির সুযোগে রমন ওই চাবি দিয়ে আলমারি খুলে মোবাইল-সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে চলে যান। পুলিশ জানায়, চুরির পরে রমন বিহারে নিজের বাড়ি চলে যান। সেখান থেকে দিন পনেরো বাদে তিনি সল্টলেকে ফেরেন।
পুলিশ জানায়, রমন একটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ছাত্র। পুলিশের দাবি, জেরায় ধৃত রমন জানিয়েছেন, সঞ্জয়ের মোবাইলের উপরে তাঁর লোভ হয়েছিল। সেই মোবাইলটি চুরি করতে গিয়ে অন্যান্য সামগ্রীও সঙ্গে নিয়ে যান তিনি। তদন্তকারীদের একটি অংশ জানান, ধৃতের পরিবার স্বচ্ছল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লোভের বশেই রমন চুরি করেছে।