ঠাকুরপুকুরে বধূর অস্বাভাবিক মৃত্যু

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হল। শনিবার সকালে, ঠাকুরপুকুরের মণ্ডলপাড়ায়। মৃতের নাম শম্পা ঘোষ। পুলিশ সূত্রে খবর, বছর তিরিশের এক গৃহবধূ অজ্ঞান অবস্থায় পড়ে আছেন বলে প্রতিবেশীরাই থানায় খবর দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০১:০৯
Share:

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হল। শনিবার সকালে, ঠাকুরপুকুরের মণ্ডলপাড়ায়। মৃতের নাম শম্পা ঘোষ। পুলিশ সূত্রে খবর, বছর তিরিশের এক গৃহবধূ অজ্ঞান অবস্থায় পড়ে আছেন বলে প্রতিবেশীরাই থানায় খবর দেন। পুলিশ গিয়ে শম্পাদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবারই স্বামী প্রদ্যোৎ ঘোষ ও তিন নাবালিকা মেয়েকে নিয়ে মণ্ডলপাড়ার ওই বাড়িতে ভাড়ায় আসেন শম্পা। শনিবার বড় মেয়েকে নিয়ে প্রদ্যোৎবাবু বেরিয়ে যান। বাড়িতে ছোট দুই মেয়েকে নিয়ে ছিলেন শম্পা। দুপুরে দুই মেয়ের কান্নার আওয়াজ শুনে খোঁজ নিতে এসে প্রতিবেশীরা দেখেন, শম্পাদেবী অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। তাঁরাই পুলিশকে জানান।

হোমিসাইড ও ফরেন্সিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। ছিলেন ডিসি (দক্ষিণ-পশ্চিম)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে শম্পার। তবে তা শম্পা নিজে খেয়েছেন নাকি তাঁকে খাওয়ানো হয়েছে, তা নিয়ে ধন্দ রয়েছে।

Advertisement

শনিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধদমন) বিশাল গর্গ বলেন, ‘‘সন্ধ্যায় সরশুনার এক আত্মীয়ের বাড়ি থেকে প্রদ্যোৎবাবুকে পাওয়া গিয়েছে। ঘটনা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement