মহিলাদের সুরক্ষার জন্য ভাবনা

গাড়িচালক ও পিছনের আসনের মাঝে লোহার জাল বসিয়ে মহিলা যাত্রীদের সুরক্ষার দিশা দেখালেন কলকাতার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের পড়ুয়ারা। শনিবার সল্টলেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের এক কর্মশালায় বিষয়টি দেখানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০০:৫৬
Share:

গাড়িচালক ও পিছনের আসনের মাঝে লোহার জাল বসিয়ে মহিলা যাত্রীদের সুরক্ষার দিশা দেখালেন কলকাতার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের পড়ুয়ারা। শনিবার সল্টলেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের এক কর্মশালায় বিষয়টি দেখানো হয়। গাড়িতে জাল বসিয়ে মহিলাদের কী ভাবে সুরক্ষিত রাখা যাবে তা করে দেখান তাঁরা।

Advertisement

পড়ুয়ারা জানান, প্রতিটি গাড়িতে ওই জাল বসানোর জন্য ইতিমধ্যেই রাজ্য পরিবহণ দফতরের কাছে আবেদনও করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা সত্যজিৎ চক্রবর্তী জানান, পড়ুয়াদের তৈরি লোহার প্রতিরক্ষক জালটি গাড়িচালক ও পিছনের আসনের মাঝে বসানো হয়েছে। যাতে চালকের আসন থেকে পিছনের আসনে থাকা মহিলাকে আক্রমণ না করা যায়। গাড়ির সঙ্গে এমন ভাবেই সেটি আটকানো থাকবে যাতে শুধুমাত্র পিছনের আসন থেকেই তা খোলা যাবে। ফলে সুরক্ষিত থাকবেন মহিলাযাত্রী। গড়ির দরজায় ভিতর থেকে বসানো হয়েছে ছিটকিনি।

Advertisement

সত্যজিৎবাবু জানান, এই পরিকল্পনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়াদের। রাজ্য পরিবহণ দফতরে আবেদন করা হয়েছে যেন প্রতিটি গাড়িতে ওই জাল বসানোর ব্যবস্থা করা হয়। পরিবহণ দফতর সূত্রে খবর, আবেদন খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement