কার্ডের তথ্য জেনে চুরির অভিযোগে গ্রেফতার। প্রতীকী ছবি।
এটিএম কার্ডের নম্বর হাতিয়ে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৫ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে তিন যুবককে বিহারের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতদের নাম সুজিত কুমার, শ্রবণ কুমার ও অরবিন্দ কুমার। তারা বিহারের নয়াবাজার এবং লখিসরাইয়ের বাসিন্দা।
ফেব্রুয়ারিতে ওয়াটগঞ্জের বাসিন্দা সুশীলকুমার মাহাতো পুলিশের কাছে অভিযোগ জানান, ধৃতেরা ব্যাঙ্কের অফিসার বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে তাঁকে ফোন করেছিল। সে সময়েই তারা সুশীলবাবুর এটিএম কার্ডের তথ্য জেনে নেয়। ফোন আসার কয়েক মিনিটের পরেই ওই ব্যক্তি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৭৪,৪৯০ টাকা তুলে নেওয়া হয়েছে। সুশীলবাবু পরে ব্যাঙ্কে গিয়ে আরও জানতে পারেন, ওই টাকা বিভিন্ন ই-ওয়ালেটের পাশাপাশি ঝাড়খণ্ডের জামতাড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টেও ট্রান্সফার করেছে অভিযুক্তেরা।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃতেরা লখিসরাইয়ে একটি মোবাইল রিচার্জ-সহ কেব্ল টিভির চ্যানেলের টাকা রিচার্জের দোকান চালায়। মূলত সেই কাজের জন্যই বিভিন্ন ই-ওয়ালেটে এরা টাকা ট্রান্সফার করত। পুলিশের দাবি, এর পাশাপাশি এই তিন জন বিভিন্ন অ্যাকাউন্টেও টাকা সরাত।
রবিবার লখিসরাই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, এদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না বা আরও কত জনের কাছ থেকে তারা এ ভাবে টাকা হাতিয়েছে, জেরা করে তা জানার চেষ্টা করা হচ্ছে।