Kolkata Airport

বিমান উড়িয়ে দেওয়ার হুমকি ফোন দমদম এয়ারপোর্টে

লালবাজার, নবান্নের পর এ বার দমদম বিমানবন্দর। সাতসকালে হুমকি ফোন এল বিমান উড়িয়ে দেওয়ার। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টা ২০ নাগাদ একটি উড়ো ফোন আসে এয়ার ইন্ডিয়ার চেক ইন কাউন্টারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৫
Share:

ফাইল চিত্র

লালবাজার, নবান্নের পর এ বার দমদম বিমানবন্দর। সাতসকালে হুমকি ফোন এল বিমান উড়িয়ে দেওয়ার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টা ২০ নাগাদ একটি উড়ো ফোন আসে এয়ার ইন্ডিয়ার চেক ইন কাউন্টারে। এক মহিলা কণ্ঠ জানায়, কলকাতা থেকে গুয়াহাটিগামী এআই ৭২৯ বিমানটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে রাজারহাটের বাসিন্দা বলে দাবি করেন। এই খবর আসার পরই রানওয়ে থেকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিমানটিকে। তল্লাশি শুরু হয়। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় বিমানবন্দর চত্বরে।

আরও পড়ুন- পুর-হুঁশিয়ারি: ডেঙ্গির উৎস মণ্ডপের বাঁশও

Advertisement

বাঙালির দুর্গাপুজো, নতুন রূপে নতুন সাজে

আরও পড়ুন- আলতা-সিঁদুরে অপরূপা মা দুর্গা আসছেন ট্র্যাডিশন মেনেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement