জানলার গ্রিল কেটে নিউ টাউনে বাড়িতে চুরি

ফাঁকা বাড়ি থেকে চুরি হল টাকা-গয়না ও মূল্যবান জিনিস। শনিবার, নিউ টাউনের হাতিয়াড়ায়। পুলিশ সূত্রের খবর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিকাশ কর্মকারের বাড়ির জানলার গ্রিল কেটে আলমারি ভেঙে সোনার গয়না-সহ লক্ষাধিক টাকার জিনিস চুরির অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

—প্রতীকী ছবি।

ফাঁকা বাড়ি থেকে চুরি হল টাকা-গয়না ও মূল্যবান জিনিস। শনিবার, নিউ টাউনের হাতিয়াড়ায়। পুলিশ সূত্রের খবর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিকাশ কর্মকারের বাড়ির জানলার গ্রিল কেটে আলমারি ভেঙে সোনার গয়না-সহ লক্ষাধিক টাকার জিনিস চুরির অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দিন বিকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে আলিপুরে যান বিকাশ। রাত সাড়ে ৮টা নাগাদ তিনি ঝিলবাগানের বাড়িতে ফিরে দেখেন, একতলায় খাবার ঘর সংলগ্ন জানলার গ্রিল কাটা। ওই তলারই একটি ঘরের আলমারিতে যে গয়না ছিল, সেটাও নেই। দোতলার তিনটি ঘর তোলপাড়। সেখানের একটি আলমারিতে রাখা সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে তিনটি ল্যাপটপ। বিকাশ জানান, চিকিৎসাধীন তিন মাসের ছেলেকে নিয়ে আলিপুরের এক সেনা হাসপাতালে রয়েছেন তাঁর শ্যালিকা। তাই শ্যালিকা অর্পিতা বন্দ্যোপাধ্যায় নিজের গায়ের গয়না দিদি মোনালিসা কর্মকারের কাছে রেখেছিলেন। মোনালিসা জানান, একতলার ঘরের আলমারিতে তিনি বোনের গয়না রেখেছিলেন। দোতলায় শোওয়ার ঘরে তাঁর নিজের গয়না রাখা ছিল।

বিকাশ বলেন, ‘‘মাত্র কয়েক ঘণ্টার জন্য বেরিয়েছিলাম। তার মধ্যে এমন ঘটনায় আমরা আতঙ্কিত।’’ তাঁর স্ত্রী বলেন, ‘‘এলাকায় প্রায়ই অপরিচিত মুখ দেখা যায়। নিরাপত্তার অভাব বোধ করছি।’’ পুলিশ সূত্রের খবর, ওই পরিবার কয়েক ঘণ্টার জন্য যে বাড়িতে থাকবেন না, দুষ্কৃতীদের কাছে সেই তথ্য ছিল কি না, থাকলে তা কী ভাবে এল, তা দেখছেন তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশপাশের বস্তি এলাকায় বিভিন্ন সময়ে দুষ্কৃতীরা ঘর ভাড়া নিয়ে থাকে। এলাকায় লুটপাট চালিয়ে তারা গা ঢাকা দেয়। ঝিলবাগানের ঘটনার ক্ষেত্রেও ওই দুষ্কৃতীদের যোগ থাকার কথা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement