Spurious Drugs Seized in Kolkata

কলকাতা থেকে উদ্ধার ক্যানসার-সহ বহু রোগের ভেজাল ওষুধ, বাজারমূল্য প্রায় সাড়ে ছ’কোটি টাকা!

ওষুধগুলির বাক্সে লেখা ছিল, সেগুলি আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশে তৈরি হয়েছে। কিন্তু এই দাবির সপক্ষে ওষুধ সরবরাহকারী সংস্থাটি কোনও নথি দেখাতে পারেনি বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:২৬
Share:

কলকাতা থেকে উদ্ধার ক্যানসার-সহ বহু রোগের ভেজাল ওষুধ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

খাস কলকাতা থেকে উদ্ধার হল ক্যানসার-সহ বিভিন্ন রোগে ব্যবহৃত ভেজাল ওষুধ। সম্প্রতি কলকাতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থায় হানা দেয় সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন (সিডিএসসিও)-এর পূর্বাঞ্চলীয় শাখা এবং পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট। দুই সংস্থার যৌথ তল্লাশিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওষুধগুলি সাধারণত ক্যানসার, মধুমেহর মতো রোগ নিরাময়ে ব্যবহৃত হত। ওষুধগুলির বাক্সে লেখা ছিল, সেগুলি আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশে তৈরি হয়েছে। কিন্তু এই দাবির সপক্ষে ওষুধ সরবরাহকারী সংস্থাটি কোনও নথি দেখাতে পারেনি বলে অভিযোগ। তা ছাড়া ভেজাল ওষুধ উদ্ধার করতে গিয়ে বেশ কয়েকটি ফাঁকা ওষুধের প্যাকেটও খুঁজে পান তদন্তকারীরা।

তল্লাশির পর ভেজাল ওষুধগুলি বাজেয়াপ্ত করা হয়। কিছু ওষুধ পরীক্ষার জন্য পাঠানো হয়। এই ঘটনায় ওই সংস্থার মালকিনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement