এটিএম ভাঙার চেষ্টা, ফুটেজ দেখে ধৃত

ছবির সূত্র ধরেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে লুটের চেষ্টার ঘটনায় যুক্ত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল হাওড়া পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০১:০৫
Share:

প্রতীকী ছবি।

সূত্র বলতে দু’টি সিসি ক্যামেরায় এক ঝলক ধরা পড়া ছবি। পরনে লাল রঙের গেঞ্জি, পায়ে হাওয়াই চটি, মাথায় লাল হেলমেট ও পিঠে একটি অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থার ব্যাগ নিয়ে এক যুবক গাঢ় নীল রঙের স্কুটিতে করে রাত ৩টে ২০ মিনিট নাগাদ রাস্তা দিয়ে যাচ্ছেন।

Advertisement

ওই ছবির সূত্র ধরেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে লুটের চেষ্টার ঘটনায় যুক্ত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল হাওড়া পুলিশ। ধৃতের নাম কমলাকান্ত জানা। বছর বত্রিশের ওই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। তবে গত চার বছর ধরে তিনি হাওড়ার আন্দুল রোডের দুইলায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি একটি অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার কর্মী।

পুলিশ সূত্রে খবর, গত ১৫ তারিখ রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানার বেলেপোল এলাকায় ওই এটিএম ভেঙে লুটের চেষ্টা হয়। তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ছবি থেকে ওই স্কুটির নম্বর পায়। কমলাকান্তের স্কুটির সঙ্গে নম্বর মিলে যাওয়ায় এবং ক্যামেরার ছবির সঙ্গে তাঁর চেহারার মিল থাকায় মঙ্গলবার রাতে চ্যাটার্জিহাট থানা এলাকা থেকেই পুলিশ তাঁকে আটক করে। পুলিশের দাবি, থানায় নিয়ে গিয়ে টানা জেরা করায় ভেঙে পড়ে ওই যুবক এটিএম ভাঙার কথা স্বীকার করে নেন। তাঁর ব্যাগ থেকে একটি দেশি পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার হয়েছে।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানায়, ওই যুবক প্রচুর ঋণ করে ফেলায় দুশ্চিন্তায় ছিলেন। মূলত ঋণের টাকা মেটাতেই তিনি এটিএম লুট করার পরিকল্পনা করেন। বুধবার হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ (জোন-২) স্বাতী ভাঙালিয়া জানান, বেলেপোলের কাছে সম্পূর্ণ অরক্ষিত ওই এটিএমের সিসি ক্যামেরা খারাপ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন কমলাকান্ত। ঘটনার রাতে তিনি দূরে স্কুটি রেখে দিয়ে মাথায় হেলমেট পরে এটিএমে ঢোকেন। প্রায় সাত মিনিট পরে বেরিয়ে আসেন। পুলিশ জানায়, একটি লোহার রড দিয়ে এটিএম ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে স্কুটি চেপে পালিয়ে যান কমলাকান্ত।

ডিসি সাউথ বলেন, ‘‘ব্যাঙ্কের এটিএমের ক্যামেরা খারাপ থাকায় প্রথমে দুষ্কৃতীর কোনও ছবি মেলেনি। এটিএমের উল্টো দিকে থানার একটি ক্যামেরা ও বেলেপোল মোড়ে ট্র্যাফিক পুলিশের একটি ক্যামেরার ছবি দেখে অপরাধীকে চিহ্নিত করেন তদন্তকারীরা। ধরা পড়ার পরে তিনি অপরাধ স্বীকারও করে নিয়েছেন।’’ ডিসি সাউথ জানান, খুব শীঘ্রই কোন কোন এটিএমে সিসি ক্যামেরা নেই, তা সমীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে এটিএমের নিরাপত্তা নিয়ে আল‌োচনার জন্য ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করা হবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement