প্রতীকী চিত্র।
রাতের শহরে ফের শ্লীলতাহানির ঘটনা। তবে এ বার পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ মিনিটের মধ্যে গ্রেফতার হল অভিযুক্ত।
রবিবার রাত ৮টা ৫৫ মিনিটে ১০০ নম্বরে ফোন করে বছর ৪৬-এর এক মহিলা অভিযোগ করেন, এস এন রায় রোডের নিকটবর্তী অ্যাপেক্স বিল্ডিংয়ের এক নিরাপত্তারক্ষী তাঁর শ্লীলতাহানি করেছেন। মহিলা নিজের নাম-পরিচয়ও জানান ফোনে। অভিযোগ পেয়েই লালবাজার কন্ট্রোল রুমের তৎপরতায় খবর যায় ঘটনা সংলগ্ন নিউ আলিপুর থানায়। ফোন পেয়েই কোনও রকম সময় নষ্ট না করেই দ্রুত পদক্ষেপ করে নিউ আলিপুর থানা।
এর আগে শহর কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগেও ১০০ নম্বরে ফোন পেয়ে কলকাতা পুলিশ সাত মিনিটের মধ্যেই শিয়ালদহের কাছে এনআরএস হাসপাতালের সামনে ওই বাস থেকেই মহম্মদ খান (২৪) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।
এ বারও মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ওই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুরেশ সিংহ। তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু হয়ছে। শহরের চেহারা রাতের দিকে আরও নিরাপদ করে তোলার লক্ষ্যে সক্রিয় রয়েছে কলকাতা পুলিশ। নালিশ পেয়েই দ্রুত পদক্ষেপ করা তারই নমুনা বলে দাবি লালবাজার সূত্রে।
আরও পড়ুন: নিয়ম মানে কে, উধাও তাই ৩৭ হাজার গাছ