ফ্যামিলি পেনশন নিয়ে নয়া নির্দেশিকা

কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর বিবাহবিচ্ছিন্না বা বিধবা কন্যাকেও ‘ফ্যামিলি পেনশন’ দিতে নির্দেশ দিল কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের কলকাতা শাখা (ক্যাট)। ২০১৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্র একটি বিজ্ঞপ্তি জারি করে এই পেনশন বন্ধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সোমবার ক্যাট জানিয়েছে, আবেদনকারীর আবেদনের এক মাসের মধ্যেই ওই পেনশন চালু করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৭
Share:

কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর বিবাহবিচ্ছিন্না বা বিধবা কন্যাকেও ‘ফ্যামিলি পেনশন’ দিতে নির্দেশ দিল কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের কলকাতা শাখা (ক্যাট)। ২০১৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্র একটি বিজ্ঞপ্তি জারি করে এই পেনশন বন্ধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সোমবার ক্যাট জানিয়েছে, আবেদনকারীর আবেদনের এক মাসের মধ্যেই ওই পেনশন চালু করতে হবে।

Advertisement

ফ্যামিলি পেনশন বন্ধ হওয়ার পর চলতি বছরের মার্চ মাসে অঞ্জনা রায় নামে বিরাটির এক মহিলা এ নিয়ে মামলা করেন। এর পর শুনানিতে আদালত ওই বিজ্ঞপ্তিটিকে অসাংবিধানিক বলেছিল। তাঁর আইনজীবী কল্যাণ সরকার জানান, বিবাহবিচ্ছিন্না অঞ্জনাদেবী তাঁর প্রাক্তন রেলকর্মী বাবার পেনশনের উপরে নির্ভরশীল ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তাঁকে চিঠি দিয়ে পেনশন বন্ধের কথা জানিয়েছিল রেল। তার পরেই তিনি ক্যাটের দ্বারস্থ হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement