—প্রতীকী ছবি
মশাবাহিত রোগে আক্রান্তদের চিকিৎসায় বিনামূল্যে ওষুধ দেওয়ার কাজ চলছিলই। এ বার অসংক্রামক রোগ নিরাময়ে দামি ওষুধও দেবে পুর প্রশাসন। পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ শহরের ১৪৪টি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে চিঠি পাঠাচ্ছেন। শুক্রবার তিনি জানান, ডেঙ্গি, ম্যালেরিয়া ছাড়াও ব্লাড প্রেসার, ব্লাড সুগারের উপসর্গ নিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রেও ওই ধরনের রোগীদের সংখ্যা বাড়ছে। তাঁদের কথা ভেবেই সব ধরনের অ্যান্টিবায়োটিক থেকে প্রেশার ও সুগারের ওষুধও দেওয়া হবে রোগীদের। চোখ, কান এবং চামড়ার চিকিৎসার ওষুধও পুরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হবে। এর জন্য কোনও দাম দিতে হবে না।
পুরসভা সূত্রের খবর, জাতীয় স্বাস্থ্য মিশন মশাবাহিত রোগ প্রতিরোধে কলকাতা পুরসভার ভূমিকার প্রশংসা করেছে। স্বাস্থ্য-পরিষেবায় আর্থিক সাহায্যও করছে। পুরসভার এক চিকিৎসক জানান, শহরে ৪৫ লক্ষ মানুষের বাস। ওষুধ বাবদ বছরে ১৮ কোটি টাকা খরচ করা হবে। ওষুধের অভাবে কেউ যাতে অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতেই তৎপর হচ্ছে পুর প্রশাসন।
অতীনবাবু জানান, পুরসভার এই উদ্যোগ শহরবাসীকে জানাতে কাউন্সিলরদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। তাতে বলা হয়েছে, এলাকার মানুষজনকে বলুন, অসুস্থ হলেই পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে যেতে। সেখানে চিকিৎসকেরা রয়েছেন, রোগ নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে বিনামূল্যে ওষুধও। পুরসভার এক আধিকারিক জানান, লেভোফ্লক্সাসিন, সেফালেক্সিনের মতো অ্যান্টিবায়োটিক এবং লোসারটেন, রামিপ্রিলের মতো রক্তচাপের ট্যাবলেটও এ বার থেকে পুর স্বাস্থ্য কেন্দ্রে মিলবে।