রাজু দাস
ড্রামের জলে ডুবে মৃত্যু হল এক বালকের। মৃতের নাম রাজু দাস (৮)। তার বাড়ি মেটিয়াবুরুজ থানা এলাকার পাহাড়পুর রোডে।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে পাহা়ড়়পুর রোডের বাড়িতে রাজুর মা ও বৌদি ঘুমোচ্ছিলেন। তার বাবা এবং দাদা কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। তিনটে নাগাদ ঘুম ভাঙতে ছেলের খোঁজ করেন রাজুর মা ডলি দাস। প্রায় দশ মিনিট ধরে ডেকেও রাজুর কোনও সাড়াশব্দ মেলেনি। এর পরেই বাড়ির শৌচাগারে একটি বড় ড্রামের জলে ডুবে থাকা অবস্থায় ছেলেকে দেখতে পান তিনি। তাঁর চিৎকারে হাজির হন পাড়ার বাসিন্দারা। রাজুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, রাজুর বাবা দুখিরাম দাস একটি বেসরকারি সংস্থার কর্মী। মা ডলি গৃহবধূ। তাঁদের দুই ছেলে। বড় ছেলে সুব্রত একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পাহাড়পুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল রাজু। সে বা়ড়িতেই ছিল এ দিন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে বা়ড়ির ছাদে খেলছিল সে। পুলিশের প্রাথমিক অনুমান, খেলার ছলে লম্বা ড্রামে উঠতে গিয়ে ভিতরে জলের মধ্যে পড়ে যায় রাজু। পরে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।