প্রতীকী চিত্র
ব্যাঙ্কশালের বিশেষ আদালত থেকে বুধবার জামিন পেলেন অর্থলগ্নি সংস্থা ইএসবিআই ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটিডের দুই ডিরেক্টর বিশ্বজিৎ পাল ও অসিতকুমার ঘোষ।
শ্যামপুকুরের ওই সংস্থার আমানতকারীদের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে রাজ্যের আর্থিক দুর্নীতি দমন শাখা ওই দু’জনকে গত ৬ মার্চ গ্রেফতার করেছিল। বিশেষ আদালতের বিচারক কুমকুম সিংহ শর্ত সাপেক্ষে তাঁদের জামিন মঞ্জুর করেছেন। শর্ত হল, সংস্থার ব্যারাকপুরের কারখানা চালিয়ে যে লাভ হবে, সেই টাকা বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটিতে রাখতে হবে। কমিটি সেই টাকা থেকে আমানতকারীদের পাওনা মেটাবে।
আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস জানান, মাস তিনেক আগে সংস্থার সঙ্গে আমানতকারীদের প্রতিনিধিদের একটি চুক্তি হয়। আমানতাকারীরা চেয়েছিলেন, কারখানা খোলা রাখা হোক। কিন্তু লাভের টাকা জমা রাখা হোক তালুকদার কমিটিতে। বিচারপতি তালুকদার সেই চুক্তি মেনেও নেন।
এ দিন বিচারক সিংহের আদালতে ওই চুক্তি পেশ করে অরিন্দমবাবু জানান, বিভিন্ন অর্থলগ্নি সংস্থার আমানতকারীরা টাকা ফেরত না পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। হাইকোর্ট বিভিন্ন সময়ে ওই সব সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা মেটাতে নির্দেশ দিলেও বেশির ভাগ ক্ষেত্রে কোনও সম্পত্তি কেউ নিলামে কেনেননি। আমানতকারীরা টাকাও ফেরত পাননি। সেই কারণেই এ ক্ষেত্রে আমানতকারীদের টাকা ফেরাতে এমন চুক্তি করা হয়েছে।