এত দিন কলকাতা বিমানবন্দরের টার্মিনালে ঢুকে প্রথমেই যাত্রীকে এক্স-রে করিয়ে নিতে হতো নিজের ব্যাগ। চেক-ইন কাউন্টারে গিয়ে সেই ব্যাগ তিনি দিয়ে দিতেন বিমানসংস্থার জিম্মায়। সোমবার থেকে চালু হল ইন-লাইন ব্যবস্থা। যার অর্থ, চেক-ইন কাউন্টারে যাওয়ার আগে যাত্রীকে আর আলাদা করে ব্যাগ এক্স-রে করাতে হবে না। সরাসরি চেক-ইন কাউন্টারে গিয়ে তিনি ব্যাগ তুলে দেবেন বিমানসংস্থার হাতে। চেক-ইন কাউন্টার লাগোয়া যে কনভেয়ার বেল্টে ব্যাগ পাঠানো হয় বিমানের কাছে, এ বার থেকে সেই কনভেয়ার বেল্ট দিয়ে যাওয়ার সময়ে স্বয়ংক্রিয় ব্যবস্থায় এক্স-রে হয়ে যাবে ব্যাগ।
বিমানবন্দরের অধিকর্তা অতুল দীক্ষিত জানান, এই সুবিধা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রের যাত্রীরাই পাবেন। ডোমেস্টিকের যাত্রীরা কবে এই সুবিধা পাবেন, তা বলতে পারেননি তিনি। অতুল বলেন, ‘‘ডোমেস্টিকে ইন-লাইন সিস্টেম চালুর কিছু সমস্যা রয়েছে। তা মিটে গেলে ওই ব্যবস্থা চালু হয়ে যাবে।’’
দিল্লি, মুম্বই-সহ দেশের বেশির ভাগ আন্তর্জাতিক বিমানবন্দরেই এই ইন-লাইন ব্যবস্থা আছে। যাত্রীরা সরাসরি চেক-ইন কাউন্টারে গিয়ে ব্যাগ তুলে দেন। এত দিন তা আটকে ছিল কলকাতায়। অতুল জানান, গত ১৫ দিন ধরে পরীক্ষামূলক ভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করে দেখা গিয়েছে, সেটি ঠিক মতো চলছে। ১৫ দিন ধরে তাই এক্স-রে মেশিন এবং ইন-লাইন ব্যবস্থা দু’টিই চলেছে। সোমবার থেকে সরিয়ে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রের এক্স-রে মেশিন।