প্রতিদিন তো এই পথ দিয়েই যাতায়াত। রোজ সকালে যখন মোহনবাগানের অনুশীলনে যান তখন এই অসমাপ্ত ব্রীজের নীচ দিয়েই যেতে হয়। গাড়়ি চালাতে চালাতে কর্নেল গ্লেন ভাবতেন কবে বীজের উপর দিয়ে যেতে পারবেন। আজও বেড়়িয়েছিলেন। দুপুর ১২.৩০টায় ফ্লাইট ছিল শিলিগুড়়ির। শনিবার আই লিগের ডার্বি এবার শিলিগুড়়িতেই। তাই একদিন আগেই শিলিগুড়়ি পৌঁছে গিয়েছে মোহনবাগান দল। যখন গ্লেনদের ফ্লাইট ওড়়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময়ই ভেঙে পরে ব্রীজ। তখন জানতে পারেননি কেউই। শিলিগুড়়িতে পৌঁছে খবর শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান গ্লেন। তার পরই ফেসবুকে তিনি পোস্ট করেন, কলকাতার মানুষের জন্য প্রার্থনা করেন।
কর্নেল গ্লেনের ফেসবুক পোস্ট