বধূর অস্বাভাবিক মৃত্যু, আটক ৪

বাগুইআটির পরে শুলংগুড়ি। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। মৃতার নাম মিষ্টি ব্যাপারি। পুলিশ জানায়, শুলংগুড়ির বাসিন্দা বিজন ব্যাপারির স্ত্রী মিষ্টির ঝুলন্ত দেহ এ দিন দুপুরে বাড়ি থেকে উদ্ধার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ০১:১৯
Share:

বাগুইআটির পরে শুলংগুড়ি। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। মৃতার নাম মিষ্টি ব্যাপারি। পুলিশ জানায়, শুলংগুড়ির বাসিন্দা বিজন ব্যাপারির স্ত্রী মিষ্টির ঝুলন্ত দেহ এ দিন দুপুরে বাড়ি থেকে উদ্ধার হয়। মিষ্টির বাপের বাড়ির অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিজনের পরিবারের চার জনকে আটক করেছে নিউ টাউন থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের অরবিন্দ পল্লির বাসিন্দা মিষ্টির সঙ্গে ৩ মাস আগে আগে বিয়ে হয়েছিল পেশায় কাঠের মিস্ত্রি বিজনের। মিষ্টির পরিবারের অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকেই বিজনের পরিবারের সঙ্গে অশান্তি শুরু হয় মিষ্টির। তাঁর কাছে লক্ষাধিক টাকাও চায় বিজনের পরিবার। কিছু টাকা জোগাড় করার চেষ্টা করছিলেন মিষ্টির পরিবারের সদস্যেরা। কিন্তু অভিযোগ, তার পরেও অশান্তি থামেনি।

মিষ্টির পরিবারের আরও অভিযোগ, এ দিন সকালে দাদাকে ফোন করে মিষ্টি তাঁকে বলেন বাড়ি নিয়ে যাওয়ার কথা। কিন্তু দুপুরের দিকে বার বার ফোন করা হলেও মিষ্টির সাড়া মেলেনি। তার পরে বিজনকে ফোন করা হলে সে-ও যথাযথ জবাব দেয়নি। এর কিছুক্ষণ পরেই বিজন মিষ্টির বাড়িতে ফোন করে জানায়, সে মারা গিয়েছে। খবর পেয়ে বিজনের বাড়ি গিয়ে হাজির হন মিষ্টির পরিজনেরা। মিষ্টিকে খুন করা হয়েছে, এই অভিযোগ ঘিরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করে মিষ্টির পরিবার।

Advertisement

সম্প্রতি বাগুইআটিতে বিয়ের কয়েক দিনের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল কাজল বর্মণ নামে এক গৃহবধূর। অভিযোগ, পণের জন্য ওই গৃহবধূর উপরে অত্যাচার করা হতো। ওই ঘটনায় গ্রেফতার হন কাজলের স্বামী, শ্বশুর ও শাশুড়ি। তবে রবিবারের ঘটনার ক্ষেত্রে পুলিশ জানিয়েছে, ময়না-তদন্তের পরেই ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement