ভাড়াবাড়ি থেকে ‘উচ্ছেদ’, ফেরাল পুলিশ

তবে আপাতত সমস্যার সমাধান হলেও ভবিষ্যত নিয়ে এখনও চিন্তায় অজয়বাবু। তাঁর কথায়, ‘‘আগামী দিনে কী হবে, তা ভেবে ভয় করছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০১:৫৯
Share:

প্রতীকী ছবি।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে অভিযোগ জানানোর পরে বাড়িতে ঠাঁই পেলেন উচ্ছেদ হওয়া এক ভাড়াটে।

Advertisement

পুলিশ জানিয়েছে, টালিগঞ্জের গোপাল চ্যাটার্জি লেনের বাড়িতে স্ত্রী, কন্যাকে নিয়ে থাকেন পেশায় হকার অজয় গুপ্ত। সোমবার রাতে জোর করে টালিগঞ্জের ওই বাড়ি থেকে তাঁদের উচ্ছেদ করা হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে সোমবার কালীঘাট মন্দিরের সামনে ফুটপাথেই রাত কাটান তাঁরা। মঙ্গলবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে অভিযোগ জানান তাঁরা। এর পরে রাতে টালিগঞ্জ থানার হস্তক্ষেপে অজয়বাবুর স্ত্রী ও শিশুকন্যাকে গোপাল চ্যাটার্জি লেনের বাড়িতে ঢোকানো হয়। তবে অভিযোগ, স্ত্রী ও মেয়ে বাড়ি ফিরলেও অজয়বাবুকে মঙ্গলবার রাতেও বাড়ির বাইরেই থাকতে হয়েছে। বুধবার ফের পুলিশি হস্তক্ষেপে অজয়বাবু বাড়িতে ঢুকতে পারেন। বাড়ি ফিরে অজয়বাবুর অভিযোগ, ‘‘সোমবার রাতে স্থানীয় কাউন্সিলর মালা রায় ও তাঁর দলবল এসে আমাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেন। আর যাতে এই বাড়িতে না ঢুকতে পারি, তার জন্য আমাকে দিয়ে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়।’’ তবে আপাতত সমস্যার সমাধান হলেও ভবিষ্যত নিয়ে এখনও চিন্তায় অজয়বাবু। তাঁর কথায়, ‘‘আগামী দিনে কী হবে, তা ভেবে ভয় করছে।’’

এ প্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুপ্রতিম সরকার বলেন, ‘‘ভাড়াটেকে উচ্ছেদ করা নিয়ে টালিগঞ্জ থানায় একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।’’ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় বলেন, ‘‘আমি এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement