মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি খুলে ফেলা হল তাঁরই ছবি দেওয়া পুরনো পোস্টার! দিল্লির উড়ান ধরতে সোমবার দুপুরে বিমানবন্দর যাওয়ার পথে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তৃণমূলের কয়েকটি ছেঁড়া পোস্টার দেখতে পান মমতা। এক্সপ্রেসওয়ের বাতিস্তম্ভে বেশ পুরনো কয়েকটি পোস্টারে তাঁর নিজের এবং উত্তর ও দক্ষিণ দমদম পুরসভার নেতাদের ছবি ছিল। কেন পোস্টারে এ ভাবে তাঁর ও অন্য নেতাদের ছবি ব্যবহার করা হয়েছে, তা নিয়ে ‘ক্ষুণ্ণ’ মমতা ফোন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। ওই পোস্টারগুলি দ্রুত খুলে ফেলতে সঙ্গে সঙ্গে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানকে নির্দেশ দেন পুরমন্ত্রী। বিকেলের মধ্যেই পোস্টারগুলি খুলে ফেলা হয়েছে বলে চেয়ারম্যানের দাবি। এর আগে বারাসত যাওয়ার পথে যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার, হোর্ডিং দেখে সেগুলিও খুলে ফেলার নির্দেশ দিয়েছিলেন মমতা।