বাসে অসুস্থ চালক, পাশে পুলিশ

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধে সা়ড়ে সাতটা নাগাদ ধর্মতলা-গার্ডেনরিচ রুটের একটি বেসরকারি বাসের চালক হাসান নবাব হেস্টিংস পেরোতেই অসুস্থ বোধ করতে থাকেন। তাঁর বাড়িও গার্ডেনরিচে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ০১:৫৯
Share:

প্রতীকী ছবি।

বাসচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধে সা়ড়ে সাতটা নাগাদ ধর্মতলা-গার্ডেনরিচ রুটের একটি বেসরকারি বাসের চালক হাসান নবাব হেস্টিংস পেরোতেই অসুস্থ বোধ করতে থাকেন। তাঁর বাড়িও গার্ডেনরিচে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেস্টিংস ব্রিজ পেরোতেই চালক অসুস্থ বোধ করায় বাসটিকে রাস্তার এক দিকে দাঁড় করান। ওই সময়ে রাস্তা পেরোচ্ছিলেন ওয়াটগঞ্জ থানার এসআই সোমনাথ বিশ্বাস। তিনি দেখেন, বাস থেকে যাত্রীরা হুড়মুড়িয়ে নেমে যাচ্ছেন। বাসে উঠে সোমনাথ দেখেন, চালক নিজের আসনে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। লালবাজার কন্ট্রোল রুমে খবর দেন তিনি। পুলিশের গাড়ি এসে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

যাত্রীদের এই ভূমিকায় হতবাক পুলিশ। চালককে অসুস্থ হতে দেখেও কোনও যাত্রী এগিয়ে আসেননি। যে যাঁর মতো বাস থেকে নেমে চলে যান। এমনকী, বাসের কন্ডাক্টরও উধাও হয়ে যান। বাসটিকে ওয়াটগঞ্জ থানায় রাখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement