সোনা পাচার

ফের বিমানবন্দরে বাজেয়াপ্ত হল সোনা। বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার কাতার এয়াওয়েজের উড়ানে এক যাত্রী পায়ুর মধ্যে চারটি সোনার বার লুকিয়ে নিয়ে আসেন। শুল্ক অফিসারেরা জানান, বাজেয়াপ্ত প্রায় ২৩৩ গ্রাম সোনার বাজারদর সাত লক্ষ টাকা হওয়ায় সোনা আটক করে যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ০১:০৯
Share:

ফের বিমানবন্দরে বাজেয়াপ্ত হল সোনা। বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার কাতার এয়াওয়েজের উড়ানে এক যাত্রী পায়ুর মধ্যে চারটি সোনার বার লুকিয়ে নিয়ে আসেন। শুল্ক অফিসারেরা জানান, বাজেয়াপ্ত প্রায় ২৩৩ গ্রাম সোনার বাজারদর সাত লক্ষ টাকা হওয়ায় সোনা আটক করে যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

অন্য দিকে, গোপন সূত্রে খবর পেয়ে বারাসতের একটি সোনার দোকান থেকে প্রায় ১ কেজি দু’শো গ্রাম ওজনের ১২টি সোনার বার বাজেয়াপ্ত করে শুল্ক দফতর। আটক সোনার বাজারদর প্রায় ৩৮ লক্ষ টাকা হওয়ায় দোকানের মালিক প্রশান্ত সরকারকে গ্রেফতার করা হয়। শুল্ক অফিসারদের অনুমান, নজর এড়িয়ে বিমানবন্দর অথবা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এই সোনা এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement