ফাইল চিত্র।
আজ, মঙ্গলবার কলকাতা পুরসভার ভোটগণনা। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের গণনা হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বরোভিত্তিক গণনা কেন্দ্র করা হয়েছে। কলকাতার ১৬টি বরোর জন্য ১২টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
কলকাতা পুরসভার ফলাফল
আজ কলকাতা পুরসভার ভোটগণনা। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডে কে জিতল সে দিকে নজর থাকবে। এ বারের ভোটে ২৭ জন ওজনদার প্রার্থী রয়েছেন। গণনায় তাঁদের অবস্থানও আলোচনার কেন্দ্রে থাকবে।
করোনা ও ওমিক্রন
সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। আজ ওই সংখ্যা বাড়ে কি না সে দিকে নজর থাকবে। অন্য দিকে, করোনার নতুন রূপ ওমিক্রনের থাবায় সোমবার শেয়ার বাজারে ধস নামে। ওই সংক্রান্ত খবরের দিকেও নজর থাকবে আজ।
গ্রাফিক: সনৎ সিংহ।
আইএসএল
আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খেলাটি শুরু হওয়ার কথা।
আবহাওয়া
সোমবারের তুলনায় আজ ঠান্ডা কিছুটা কমতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার যা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।