পথচারীদের নিরাপত্তা সুরক্ষিত করতে শহর জুড়ে ১২টি ফুটব্রিজ তৈরি করবে পুর-প্রশাসন। যার একটি হবে পার্ক স্ট্রিটের মুখেই। শুক্রবার সেখানে অ্যালেন পার্কে বড়দিন উৎসবের সূচনা করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্রিজগুলিতে ওঠার জন্য থাকবে চলমান সিঁড়ি। বিল্ডিং নির্মাতাদের সংস্থা ‘ক্রেডাই’ ওই ফুটব্রিজের খরচ জোগাবে। এ ছাড়া, কলকাতা পুরসভা পিপিপি মডেলে শহরে আরও কয়েকটি একই ধরনের ব্রিজ নির্মাণ করবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রীর ইচ্ছে, সপ্তাহান্তের দু’টি দিন শনি ও রবিবার শহরের একটি এলাকা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। সেখানে ঘোরাফেরা, খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে। আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এ দিনের অনুষ্ঠানে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে তিনি জানতে চান, জায়গাটি দেখা হয়েছে কি না, কত দূরই বা কথা এগিয়েছে। মেয়র কিছু বলার আগেই অবশ্য তিনি জানিয়ে দেন, এ জন্য বাছা হয়েছে ভিক্টোরিয়ার সামনের রাস্তা। জানুয়ারি থেকেই সপ্তাহান্তে সেখানেই হবে ঘোরা-খাওয়ার ব্যবস্থা। এ জন্য বড় বড় কয়েকটি হোটেল ও রেস্তোরাঁর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সেখানে স্টল দেবেন।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই ক্রিসমাসের সময়ে পার্ক স্ট্রিট আলোয় সাজানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতি বার তিনিই উদ্বোধন করেন সেই অনুষ্ঠানের। সেই মতো এ বারও ২৫ ডিসেম্বর বড়দিনের মূল অনুষ্ঠানের ৯ দিন আগে, শুক্রবারই আলোর উৎসব শুরু করে দেন তিনি। জানান, এখন যেমন আলোর রোশনাইতে সাজানো হয়েছে, তা বছরভর থাকবে।