আরামবাগে শুরু মহকুমা ক্রিকেট লিগ
সোমবার ম্যাচের একটি মুহূর্ত। ছবি: মোহন দাস।
আরামবাগ মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় এত দিন শুধু ফুটবল লিগ এবং স্কুল স্তরের ক্রিকেট প্রতিযোগিতাগুলিই হত। এই প্রথম চালু হল ‘মহকুমা ক্রিকেট লিগ’। সোমবার উদ্বোধনী ম্যাচে গোঘাটের মদিনা বুলেট ক্লাব তিন উইকেটে আরামবাগের সিএবি পরিচালিত অনূর্ধ্ব-১৭ কোচিং ক্যাম্প দলকে পরাজিত করে। ২৫ ওভারের ওই খেলায় টসে জিতে কোচিং ক্যাম্প দল প্রথম ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ রান তোলে। জবাবে মদিনা বুলেট দল ২০.৩ ওভারে সাত উইকেট হারিয়ে জেতার রান তুলে নেয়। তাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সুরজিৎ সাঁতরা। ওই দলের সৌমাল্য ঘোষ সর্বোচ্চ ৩টি উইকেট পান। প্রথম বছর মোট চারটি দল নিয়ে এই ক্রিকেট লিগ শুরু হল। অন্য দিকে, রবিবার আরামবাগ মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় পুর এলাকার বিভিন্ন ক্লাবকে নিয়ে ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে মানিক সঙ্ঘ ১৭ রানে বয়েজ ক্লাবকে হারায়। কালীপুর বিজয় ক্রীড়াঙ্গণে আয়োজিত ২৫ ওভারের ওই খেলায় প্রথম ব্যাট করে মানিক সঙ্ঘ ১৬১ রান তোলে। প্রত্যুত্তরে আরামবাগ বয়েজ ক্লাব নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে ১৪১ রান করে। সিরিজের সেরা হন চ্যাম্পিয়ন দলের দেবাশিস মাল। ৪৭ রান করে সেরা ব্যাটসম্যান হন বয়েজ ক্লাবের প্রকাশ পাল।
টাইব্রেকারে জিতল হাফেজপুর যুব সঙ্ঘ
প্রায় ছ’ মাস ধরে চলা জগৎবল্লভপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে লিগ কাম নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হাফেজপুর যুব সঙ্ঘ। গত ২৪ ফেব্রুয়ারি জগৎবল্লভপুর ব্রাহ্মণপাড়া স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয় হাঁটাল নবোদয় মিলন সঙ্ঘকে। খেলাটি পরিচালনা করেন সহদেব ধর। ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের গোলকিপার শেখ সালাম। ম্যান অব দ্য টুর্নামেন্ট রানার্স দলের চন্দন মাইতি। প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ৭ সেপ্টেম্বর। ওই থানা এলাকার ১৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালের উদ্বোধন করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইব্রাহিম।
ফুটবলে জিতল উলুবেড়িয়ার ক্লাব
হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের ৮টি দলকে নিয়ে বাগনানের কামারদহে আয়োজিত ‘গোবিন্দ সামন্ত স্মৃতি চ্যালেঞ্জ কাপ’ নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উলুবেড়িয়ার খলিসানি কালীতলা টাইগার সঙ্ঘ। গত ১ মার্চ কামারদহ ফুটবল মাঠে আয়োজিত ফাইনালে তারা টাইব্রেকারে পূর্ব মেদিনীপুরের দিঘা ঐক্যতান ক্লাবকে ৩-২ গোলে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হন সুখেন বাগ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট রাজেশ রায় দু’জনেই টাইগার সঙ্ঘের। সেরা গোলকিপার তিতাস সরকার এবং সর্বোচ্চ গোলদাতা অনুপ দাস দিঘা ঐকতানের খেলোয়াড়। খেলার উদ্বোধন করেন বিধায়ক অরুণাভ সেন। প্রতিযোগিতার উদ্যোক্তা কামারদহ বালক সঙ্ঘ।
যোগাসনের আসর
হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলার ১১৫ জন প্রতিযোগীকে নিয়ে গত ১ মার্চ ‘সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা’ হয়ে গেল উদয়নারায়ণপুরে সোনাতলা মিলন সঙ্ঘ পল্লি স্বাস্থ্যকেন্দ্রের মাঠে। উদ্যোক্তা ওই ক্লাবই। সহযোগিতায় ছিল রাজীব গাঁধী মেমোরিয়াল কলেজ প্রতিযোগিতার তিনটি বিভাগে ছিল শলভাসন, উষ্ট্রাসন, মৎস্যাসন, জানুশিরাসন, পবনমুক্তাসন, উত্থিত পদ্মাসন ইত্যাদি। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং আরও ১০ জন স্থানাধিকারীকে পুরস্কার ও মানপত্র দেওয়া হয়।